Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

দাবি পূরণ না হলে ১ জানুয়ারি কর্মবিরতি

হিলি স্থলবন্দর প্রতিনিধি

দাবি পূরণ না হলে  ১ জানুয়ারি কর্মবিরতি

আমদানি-রপ্তানির ক্ষেত্রে দিনাজপুরের হিলি স্থলবন্দরের সমস্যাগুলো সমাধানের উদ্যোগ না নেওয়ায় কলম বিরতির আল্টিমেটাম দিয়েছে বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সমস্যাগুলোর সমাধান করার আহ্বান জানানো হয়েছে। তা না হলে ১ জানুয়ারি থেকে কর্মবিরতিতে যাবেন ব্যবসায়ীরা। চিঠি দিয়ে বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা হিলি পোর্ট লিংকের ব্যবস্থাপনা পরিচালককে বিষয়টি জানিয়েছে বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।

চিঠিতে উল্লিখিত ৯ দফা হলো বন্দরের ট্রাফিক ব্যবস্থার উন্নতি করা, ওয়ে ব্রিজে ওজন সঠিক করা, নাইট চার্জ নিয়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া, আমদানি পণ্যের জন্য আলাদা স্থান ঠিক করা, মালামাল চুরির বিষয়ে যথাযথ পদক্ষেপ, ভারতীয় খালি ট্রাকের স্থান ঠিক করা, ওয়্যারহাউসের শেড নির্মাণ, ওপেন ইয়ার্ডে শেড নির্মাণ (পণ্য রক্ষণাবেক্ষণ), যানজট নিরসনে কর্মপরিকল্পনা গ্রহণ।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, আমদানি-রপ্তানি বাণিজ্যে ৯টি সমস্যা চিহ্নিত করে ব্যবসায়ী নেতারা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেছেন।

সভায় বিষয়গুলো সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে উল্লিখিত সমস্যাগুলো সমাধান করতে হবে। না হলে আগামী ১ জানুয়ারি থেকে কলম বিরতি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৪ ডিসেম্বরের মাসিক সভায় আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চিঠি দিয়ে বন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ