Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

যশোরে ৩৫ দিনে শনাক্ত ৮ এইচআইভি রোগী

যশোর প্রতিনিধি

যশোরে ৩৫ দিনে শনাক্ত ৮ এইচআইভি রোগী

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৩৫ দিনে ৮ জনের এইচআইভি শনাক্ত হয়েছে। এর মধ্যে গত আগস্টে ৪ জন এবং চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ৪ দিনে ৪ জন রোগী শনাক্ত হয়।

যশোর জেনারেল হাসপাতালের এইচআইভি-এইডস পরীক্ষা কেন্দ্রে (এইচটিসি সেন্টার) পরীক্ষার মাধ্যমে এসব রোগী শনাক্ত করা হয়। সব মিলিয়ে যশোর জেলায় এখন পর্যন্ত ২৬৯ জন এইচআইভি রোগী চিকিৎসাধীন। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

আগে জেলায় এত অল্প সময়ের ব্যবধানে এতসংখ্যক এইচআইভি রোগী শনাক্ত হয়নি। এ পরিস্থিতিকে একটি সতর্কবার্তা বলে মনে করছেন বিশেষজ্ঞ ব্যক্তিরা।

যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরে এইচআইভি পরীক্ষার হার বাড়ছে। গর্ভবতী মা, চাকরিপ্রার্থী, হিজড়া, সংরক্ষিত এলাকার বাসিন্দা, বিদেশগামী ব্যক্তিসহ অনেকে এইচআইভি পরীক্ষা করছেন। যশোর হাসপাতালে ২০২০ সালে এইচআইভি পরীক্ষার জন্য এইচটিসি সেন্টার স্থাপন করা হয়।

জানা গেছে, ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত যশোরে ৩ হাজার ১৭ জনের রক্ত পরীক্ষা করে ১৭ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে। এর মধ্যে চলতি বছর ১০ জন শনাক্ত হয়, যার আটজনই আগস্ট ও সেপ্টেম্বর মাসে। এর মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও দুটি 
শিশু রয়েছে।

সূত্রমতে, চলতি বছরের গত ১ সেপ্টেম্বর থেকে চার দিনে ৩০ জনকে পরীক্ষা করে চারজন এবং আগস্টে ১৩২ জনের নমুনা পরীক্ষা করে চারজনের এইচআইভি শনাক্ত হয়। এখন পর্যন্ত জেলায় এইচআইভি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, চলতি বছরের গত ৬ সেপ্টেম্বর ৩০ জনের রক্ত পরীক্ষা করে তিনজনের শরীরে এইচআইভি শনাক্ত হয় এবং ৪ সেপ্টেম্বর একজনের শরীরে এইচআইভি শনাক্ত হয়। এর আগে গত আগস্ট মাসে ১৩২ জনের রক্ত পরীক্ষা করা হয়। এর মধ্যে চারজনের শরীরে এইচআইভির জীবাণু পাওয়া যায়।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আক্তারুজ্জামান বলেন, এইচআইভি শনাক্তের সংখ্যা বৃদ্ধি মানুষের জন্য একটি সতর্কবার্তা। এর মধ্যে অনেকেই ভারত ও বাংলাদেশে বসবাস করেন। চলতি বছরের আগস্ট ও সেপ্টেম্বরে আটজনের এইচআইভি শনাক্ত হয়েছে, যা বিশেষজ্ঞদের কাছে অস্বাভাবিক এবং সতর্কবার্তা বলে মনে হচ্ছে।

জানতে চাইলে যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, ‘গত ৩৫ দিনে যশোরে এইচআইভি শনাক্ত আটজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যে আমরা জরুরি ভিত্তিতে এইচআইভি আক্রান্ত রোগীদের চিকিৎসাকেন্দ্রের জন্য আবেদন করেছি। দ্রুতই আমরা যশোরে এইচআইভি রোগীদের চিকিৎসা করাব।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ