রয়টার্স, লিভারপুল
ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা করলে রাশিয়ার ‘ভয়াবহ পরিণতি’ এবং ব্যাপক মূল্য দিতে হবে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জোট জি-৭। গতকাল রোববার তাদের একটি খসড়া বিবৃতি থেকে এ তথ্য জানা যায়। তবে ক্রেমলিন বলছে, এসব মন্তব্যের মাধ্যমে রাশিয়ার প্রতি ক্ষোভ তৈরি করা হচ্ছে।
লিভারপুলে এক বৈঠকের পর জি-৭ নেতারা জানান, তাঁরা ঐক্যজোট হয়ে কাজ করবেন। এ সময় সীমান্তে রুশ সেনা জমায়েতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। মার্কিন ইন্টেলিজেন্স বলছে, আগামী বছরের প্রথম দিকেই ইউক্রেনে হামলা করতে পারে রাশিয়া। প্রস্তুত রয়েছে ১ লাখ ৭৫ হাজার রুশ সেনা।
এদিকে, রাশিয়ার আগ্রাসনকে কেন্দ্র করে ইউক্রেনে মার্কিন সেনা পাঠানোর ভাবনা কখনোই তাঁর মাথায় ছিল না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
গতকাল রোববার এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেন ইস্যুতে শিগগিরই ভিডিও আলোচনা করবেন পুতিন এবং বাইডেন।