হোম > ছাপা সংস্করণ

বরিশালে চুপসে গেছেন সাদিক অনুসারীরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন থেকে বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ছিটকে পড়ার এক দিনের মাথায় থমথমে অবস্থা বিরাজ করছে বরিশাল নগরে। সব খাতে সাদিকের অনুসারীরা অনেকটা চুপসে গেছেন। গতকাল রোববার নগর ভবনে তাঁদের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি।

বাস টার্মিনাল-ঘাট হাতছাড়া হওয়ার ভয়ে শঙ্কিত তাঁরা। দীর্ঘ সাড়ে চার বছর কোণঠাসা প্রয়াত মেয়র হিরণ অনুসারীরা নগরময় এখন তৎপরতা চালাচ্ছেন। চলছে নৌকার টিকিট পাওয়া আবুল খায়ের আব্দুল্লাহকে বরণের তোড়জোড়।

খোঁজ নিয়ে জানা গেছে, গত শনিবারই নগরের স্পিডবোট ঘাট মেয়রবিরোধী একটি গ্রুপ দখল করে নিয়েছে। নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও রূপাতলী বাস টার্মিনাল দখলে শনিবার থেকে তৎপর হয়ে উঠেছেন সাদিকবিরোধীরা। নথুল্লাবাদ বাস টার্মিনালে এখন উত্তেজনা বিরাজ করছে।

মেয়র সাদিকের শক্তির কেন্দ্রবিন্দু নগর ভবনে গতকাল তাঁর অনুসারীদের অনেকেই আসেননি। সাদিক নিজেও নগর ভবনে আসেন না। নগরভ বন পরিচালনার মূলে ছিলেন তাঁর শ্যালক এবং সহকারী একান্ত সচিব মোস্তফা জামান ওরফে মিলন। মিলন এলেই সবাই তটস্থ হয়ে যেতেন। তিনিও গতকাল নগর ভবনে যাননি।

বিসিসির পরিসংখ্যান কর্মকর্তা স্বপন কুমার রোহান মেয়রের ঘনিষ্ঠ হওয়ায় একাই দুটো পদ দখল করে আছেন। বর্তমানে তিনি প্রশাসনিক কর্মকর্তা এবং জনসংযোগ কর্মকর্তাও। নগর ভবনের একাধিক সূত্র জানিয়েছে, স্বপন গতকাল বেশ চিন্তিত ছিলেন। যে কারণে কয়েকবার ভবনের বাইরে গেছেন তিনি। প্রধান নির্বাহী কর্মকর্তাও গতকাল ছিলেন না।

এ বিষয়ে বিসিসির প্রশাসনিক ও জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার রোহান বলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা এ বিষয় বলতে পারবেন। তাঁর কাছে জিজ্ঞাসা করেন।

নগর আওয়ামী লীগের সহসভাপতি ও প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু বলেন, ‘একটু অপেক্ষা করেন। এখনই কিছুই বলা যাচ্ছে না। দল একজনকে মনোনয়ন দিয়েছে, সে বিষয়ে দ্বিমতের সুযোগ নেই। আমরা সবকিছু পর্যবেক্ষণ করছি। নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় সার্বিক সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

আরও খবর পড়ুন:

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন