নারায়ণগঞ্জ সংবাদদাতা
নারায়ণগঞ্জের সৈয়দপুরে মাহফুজ আহমেদ (২০) নামে এক কলেজছাত্রকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত শুক্রবার রাতে সদর উপজেলার সৈয়দপুর কয়লাঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মাহফুজ নারায়ণগঞ্জ কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তিনি শহরের খানপুর বউবাজার এলাকার হারুন অর রশিদের ছেলে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার রাতে মাহফুজের কয়েকজন বন্ধু তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পূর্বের এক দ্বন্দ্বের জের ধরে মাহফুজ তাঁর বন্ধুদের নিয়ে প্রতিপক্ষ গ্রুপের ওপর প্রতিশোধ নিতে যায়। কিন্তু ঘটনাস্থলে প্রতিপক্ষের লোকজন বেশি থাকায় মাহফুজের সহযোগীরা দ্রুত পালিয়ে যায়। এ সময় মাহফুজকে একা পেয়ে তারা পিটিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবনতি দেখে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনাস্থল পরিদর্শন করা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক হাওলাদার বলেন, ‘পরিবার ও তিন বন্ধুর সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছি। ’
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জামান বলেন, পরিবার ও বন্ধুদের দেওয়া তথ্য অনুযায়ী জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।