কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম শহরের মজিদা আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস ছালাম ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম টুকুর বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও কর্মচারীরা।
গতকাল বুধবার দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষক প্রতিনিধি হারুন অর রশিদ।
হারুন অর রশিদ বলেন, সিরাজুল ইসলামের যোগসাজশে আব্দুস ছালাম সিনিয়র দুই শিক্ষককে টপকিয়ে বিধিবহির্ভূতভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ দখল করেন। নিয়ম অনুযায়ী ছয় মাস পরও নতুন অধ্যক্ষ নিয়োগ না দিয়ে নিজেই পদটি স্থায়ী করতে চাচ্ছেন। পাশাপাশি টাকার বিনিময়ে গোপনে কলেজে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের পাঁয়তারা করছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সিরাজুল ইসলাম স্নাতক পাস না হয়েও মিথ্যা তথ্য ও জাল সনদ দিয়ে সভাপতির পদটি ধরে রেখেছেন। তাঁর স্নাতকের সনদ শিক্ষা বোর্ডে ভুয়া প্রমাণিত হয়েছে।
আরও অভিযোগ করা হয়, জেলার ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাব্যবস্থা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের স্বেচ্ছাচারিতায় নন-এমপিও শিক্ষকেরা ছয় মাস ধরে বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন।
এ বিষয়ে জানতে চাইলে আব্দুস ছালাম বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। নিয়মমাফিক আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করা হয়েছে।’