‘সমতার বাংলাদেশ, এইডস ও অতিমারী হবে শেষ’ এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ে বিশ্ব এইডস দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। এতে স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছেন এমন বেশ কিছু সংগঠন অংশ নেয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিভিল সার্জন নুর নেওয়াজ আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার রাজিয়া সুলাতনা, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ফারুক আবদুল্লাহ, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, স্যানিটারি পরিদর্শক আখতার ফারুক, মেডিকেল কর্মকর্তা ফারুক হোসেন, জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, সহকারী স্টোর কিপার হেলাল উদ্দিন প্রমুখ।
এইডস প্রতিরোধে প্রয়োজন সচেতনতা জানিয়ে বক্তারা বলেন, এইডস থেকে নিজেকে, সমাজকে এবং মানবসভ্যতাকে টিকিয়ে রাখতে হলে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে।