ডেভিড হার্টস: আপনি কী ভাবছেন, যুদ্ধ শেষ?
ইয়াসির আরাফাত: না। এই যুদ্ধ আবার শুরু হবে। তারা (ইসরায়েল) অব্যাহতভাবে হুমকি দিচ্ছে এবং সশস্ত্র ব্রিগেডকে থামাচ্ছে না। এই বাহিনীকে তারা ফেরত নিচ্ছে না।
হার্টস: ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে ইসরায়েল কেমন আচরণ করছে?
আরাফাত: আপনার এটুকুই জানা যথেষ্ট, তারা জালে মাছ ধরার মতো করে আমাদের শিক্ষার্থীদের জড়ো করছিল এবং হেলিকপ্টারে করে তিন শহরে নিয়ে গেছে। এই দৃশ্য কখনো ভুলব না।
হার্টস: আপনার বেঁচে থাকা এক ধরনের সাফল্য কি না।
আরাফাত: আমরা যে কারণে লড়ে যাচ্ছি, সেটাই আমাদের সফলতা। ব্যক্তিগত বিষয় নিয়ে আমরা কথা বলি না।
হার্টস: আপনাদের কার্যক্রম কোথা থেকে চলছে?
আরাফাত: আপনি জানেন, কার্যক্রম এখান থেকে চলছে না। এখানে একটি অংশ রয়েছে।
হার্টস: শ্যারন বলেছেন, বৈরুতে আপনাদের অবকাঠামো ধ্বংসের মুখে।
আরাফাত: ঠিক আছে। আমরা তাঁর এবং তাঁর আমেরিকান দোসরদের শক্তি দেখতে এখানে অপেক্ষা করছি।
হার্টস: শ্যারন কি হেরে গেছেন?
আরাফাত: এখন পর্যন্ত না। এ নিয়ে আমাদের খোলামেলা কথা বলতে হবে। আমি সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছি।
হার্টস: যদি তারা বৈরুত দখল করে...
আরাফাত: আপনি কি বলতে চাচ্ছেন, তারা বৈরুত ধ্বংস করবে।
হার্টস: আপনি কি এখনো আপনার সংগ্রামের ইতিবাচক ফলাফল পাওয়ার ব্যাপারে আশাবাদী?
আরাফাত: হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। এটাই বাস্তব এবং নয়া বিপ্লব।
হার্টস: ফিলিস্তিনিদের বিপ্লব?
আরাফাত: না। বৈরুত, লেবাননের নাগরিক ও ফিলিস্তিনি মুক্তিযোদ্ধাদের বিপ্লব। মিরাকল কেবল ঘটতে শুরু করেছে। স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে। আপনি এটা স্পর্শ করতে পারবেন না। তবে আমি এটি আমার হৃদয়, মন দিয়ে অনুভব করতে পারি।
হার্টস: স্ফুলিঙ্গের কথা বলছেন, সেটা কিসের?
আরাফাত: এই স্ফুলিঙ্গ আরব অঞ্চলের কৌশলগত বাঁকবদলের।
হার্টস: আপনি বোঝাতে যাচ্ছেন, আরবের লোকজন শেষমেশ কিছু একটা করতে যাচ্ছে?
আরাফাত: হ্যাঁ। অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে।
হার্টস: কে প্রতিশোধ নেবে?
আরাফাত: এই যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের স্বার্থ কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে। লেবানন ও ফিলিস্তিনের নাগরিকদের বিরুদ্ধে যে গণহত্যা চালানো হচ্ছে, আরব দেশগুলোর কেউ এটা মেনে নেবে না।
হার্টস: আপনি মনে করেন, আপনি খুব সফল।
আরাফাত: না। বলব না যে আমি খুব সফল।