হোম > ছাপা সংস্করণ

শুভ-ফারিয়াকে নিয়ে অনমের নতুন সিনেমা

‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাস আসছেন নতুন সিনেমা নিয়ে। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানের সিনেমাটির নাম ‘ফুটবল-৭১’। গল্প তৈরি হয়েছে ১৯৭১ সালের স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে। বড় আয়োজনের এই সিনেমাটি নিয়ে কয়েক বছর ধরে গবেষণা করেছেন অনম বিশ্বাস। করোনার কারণে সিনেমার কাজ আটকে ছিল অনেক দিন। পরিচালক মনে করছেন এখন সিনেমাটি নিয়ে কাজে নামার সময় এসেছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে সিনেমার শুটিং শুরু করার পরিকল্পনা করছেন নির্মাতা।

‘ফুটবল-৭১’ সিনেমার নায়ক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন আরিফিন শুভ। এ প্রসঙ্গে শুভ বলেন, ‘অনেক দিন ধরেই অনম ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল। অবশেষে যুক্ত হলাম।

একাত্তরের সময়কার প্রেক্ষাপটে তৈরি হবে সিনেমাটি। আমি সব সময়ই চেষ্টা করি সময়ের সঙ্গে তাল মিলিয়ে ভিন্ন কিছু করার। সে কারণেই এই সিনেময় যুক্ত হওয়া। অনম ভাইয়ের কাছে কৃতজ্ঞ আমাকে এই সুযোগটা দেওয়ায়।’ আগেও ফুটবল নিয়ে খিজির হায়াত খানের তৈরি ‘জাগো’ সিনেমায় অভিনয় করেছেন শুভ।

আগামী ৬ জানুয়ারি মুক্তি পাবে আরিফিন শুভ অভিনীত ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমাটি। মুক্তির অপেক্ষায় রয়েছে শ্যাম বেনেগালের ‘মুজিব’ ও রায়হান রাফীর ‘নূর’। ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন শুভ। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন মিজানুর রহমান আরিয়ানের নতুন একটি রোমান্টিক সিনেমায়। এতে তাঁর বিপরীতে রয়েছেন আফসান আরা বিন্দু। ২০ ডিসেম্বর থেকে শুটিং শুরু হচ্ছে বলে জানিয়েছেন শুভ। সেই প্রস্তুতিতেই এখন ব্যস্ত সময় পার করছেন তিনি।

‘ফুটবল-৭১’ সিনেমায় আরিফিন শুভর সঙ্গে জুটি বাঁধবেন নুসরাত ফারিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন ফারিয়া নিজেই। সর্বশেষ অপারেশন সুন্দরবন সিনেমায় দেখা গেছে নুসরাত ফারিয়াকে। শেষ করেছেন কলকাতার ‘বিবাহ অভিযান ২’ সিনেমার শুটিং। মুক্তির অপেক্ষায় আছে ফারিয়া অভিনীত ‘মুজিব: একটি জাতির রূপকার’, ‘পাতালঘর’সহ একাধিক সিনেমা।

সম্প্রতি নিজের বিয়ে নিয়ে কথা বলেছেন নুসরাত ফারিয়া। দীর্ঘ সাত বছর প্রেম করার পর ২০২০ সালের ২১ মার্চ পারিবারিক আয়োজনে টেলিকম কর্মকর্তা রনির সঙ্গে বাগদান সারেন ফারিয়া। কথা ছিল, ওই বছরের নভেম্বরে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন তাঁরা। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা হয়নি। ফারিয়া জানালেন—এই বিয়ে আর হচ্ছে না। দুজনের সম্মতিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন এবং নিজেদের মাঝে কোনো সমস্যা নেই বলেও জানান ফারিয়া।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ