চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ওসমানপুর গ্রামের হাতিকাটা পাড়ার ইউপি সদস্য মমতাজ আলীর বাড়ির সামনে থেকে এটি উদ্ধার করা হয়।
মমতাজ আলী বলেন, রাতে কে বা কারা আমার বাড়ির সামনে বোমাসদৃশ বস্তু রেখে যায়। আমি সঙ্গে সঙ্গে ওসমানপুর পুলিশ ক্যাম্পে খবর দিই। পুলিশ এসে বস্তুটি উদ্ধার করে।
ওসমানপুর ক্যাম্পের ইনচার্জ মো. আমিরুল ইসলাম বলেন, বস্তুটি বোমাসদৃশ; কিন্তু বোমা না। জর্দার কোটার ওপরে টেপ জড়িয়ে বোমার মতো দেখতে বস্তুটি বানিয়েছে। কেউ হয়তো ভয় দেখানোর জন্য এই কাজটি করেছে।