ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নড়াইলের লোহাগড়া উপজেলার ৬ নম্বর জয়পুর ইউপির স্বতন্ত্র (আনারস প্রতীক) চেয়ারম্যান প্রার্থী মো. আখতার হোসেন এবং ৪ নম্বর নোয়াগ্রাম ইউপির স্বতন্ত্র (ঘোড়া প্রতীক) চেয়ারম্যান প্রার্থী একেএম কবিরুল হক লাবু।
গত শনিবার দুপুরে লোহাগড়া জামরুলতলায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নৌকার প্রার্থীর সঙ্গে যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী মো. আখতার হোসেন এবং বিকেলে উপজেলার ছত্রহাজারী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) কবিরুল হক লাবু।
এ সময় লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনশি আলাউদ্দিন, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, উপজেলা আ. লীগের সহসভাপতি একেএম ফয়জুল হক রোম, জেলা আ. লীগের সহসভাপতি শিকদার আজাদ রহমান, আওয়ামী লীগ নেতা সৈয়দ আকরাম আলী আকিদুল, পরিমল ঘোষ, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, কাজী আব্দুল আলিম, মনজুরুল ইসলাম মিলন, মুনশি আকাইদ হোসেন লিটু, শরিফ আলী আজগর, জয়পুর ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী মো. সাইফুল ইসলাম সুমন, নোয়াগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী মুনশি জোসেফ হোসেনসহ উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতারা ও আখতার এবং লাবুর কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আখতার বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি সম্মান দেখিয়ে ও আস্থা রেখে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। এখন থেকে আমার কর্মী-সমর্থকদের নিয়ে দলীয় প্রার্থী নৌকা প্রতীকের প্রার্থী মো. সাইফুল ইসলাম সুমনের পক্ষে কাজ করব।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কবিরুল হক লাবু বলেন, ‘আমি দলের প্রতি আনুগত্য প্রকাশ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজার প্রতি সম্মান দেখিয়ে নৌকার প্রার্থী মুনশি জোসেফ হোসেনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচনী প্রচারণা থেকে নিজেকে গুটিয়ে নিলাম।’
লোহাগড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ুর রহমান বলেন, এদের নির্বাচনী প্রচারণা থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ফলে নৌকার প্রার্থীর বিজয় অনেকটাই সুনিশ্চিত হলো।