হোম > ছাপা সংস্করণ

দুরন্ত টিভিতে শারদীয় দুর্গোৎসব

বিনোদন প্রতিবেদক, ঢাকা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে শিশুতোষ টেলিভিশন চ্যানেল দুরন্ত টিভি। ১১ থেকে ১৩ অক্টোবর বেলা ১টা ৩০ মিনিট ও রাত ৯টায় প্রচারিত হবে রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’। আমিনা নওশিন রাইসার পরিচালনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন রন্ধনশিল্পী আফিফা আখতার লিটা।

পার্থ প্রতিম হালদার পরিচালিত দুর্গাপূজার বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা’ দেখা যাবে ১২ ও ১৩ অক্টোবর বেলা ২টা ৩০ মিনিট ও রাত সাড়ে ৮টায়। গল্পে দেখা যাবে দুর্গাপূজা উপলক্ষে একটি টিভি নাটক আয়োজনের পরিকল্পনা করে ডাক্তার সফদার চৌধুরী এবং তাঁর বাড়ির বিভিন্ন ফ্ল্যাটের শিশুরা। ঘটতে থাকে নানা মজার ঘটনা।

‘শারদীয় আড্ডা’ অনুষ্ঠানে শিশুদের সঙ্গে তাদের দিদার গল্প কথায় উঠে আসবে একাল-সেকালের পূজার নানা মজার গল্প ও পৌরাণিক কাহিনি। এতে শিশুশিল্পী হিসেবে আছে পূর্ণা আনন্দিতা, উক্তি অধিকারী ও স্বর্গ এবং দিদা চরিত্রে শর্মিলা বন্দ্যোপাধ্যায়। প্রচারিত হবে ১২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায়। ১১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচারিত হবে ‘রঙের খেলায় সুরের ভেলায় পূজার মেলায়’। এতে শিশুদের সঙ্গে গান গাইবেন দেবলীনা সুর, চম্পা বণিক ও আবিদা সুলতানা।

নৃত্যানুষ্ঠান ‘মঙ্গলালোকে’ প্রচারিত হবে ১৩ অক্টোবর বেলা ২টায়। এতে নৃত্য পরিবেশন করবে নৃত্য সংগঠন ‘কল্পতরু’র নৃত্যশিল্পী রুদমিলা প্রিয়ন্তি চৌধুরী, নোহলী ইসলাস শ্রেয়া, সুমাইয়া আক্তার শোভা, আমিরা মাহমুদ, আনুদিয়া আনুভ প্রমুখ।

বিজয়া দশমীতে প্রচারিত হবে ‘শুভ বিজয়া’। আড্ডার ছলে পূজার নানা গল্প কথা নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। উপস্থাপনা করেছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। অংশ নিয়েছে শিশুশিল্পী বর্ণমালা, কথা ও সমৃদ্ধ। প্রচারিত হবে ১৩ অক্টোবর সকাল ১০টায়।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন