বগুড়ার সারিয়াকান্দিতে বিনা মূল্যে চোখের চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী উপজেলার হাটশেরপুর ইউপির খোর্দ্দ বলাইল উচ্চবিদ্যালয় মাঠে এর আয়োজন করে অর্গানাইজেশন ফর টোটাল অ্যাডভান্সমেন্ট অব সোসাইটি (ওটাস)।
ক্যাম্পে চক্ষুরোগীদের বিনা মূল্যে চোখ পরীক্ষা, ভর্তুকিমূল্যে ওষুধ সরবরাহ, চশমা সরবরাহ করা হয়। চক্ষু পরীক্ষা করেন বগুড়া গাক চক্ষু হাসপাতাল মেডিকেল অফিসার মাহবুব হাসান ও রবিউল ইসলাম।
ক্যাম্পে উপস্থিত ছিলেন হাটশেরপুর ইউপির চেয়ারম্যান নূর মো. মেহেদী হাসান আলো, ওটাসের নির্বাহী পরিচালক হাবিবা ইয়াসমিন, উপদেষ্টা তানভির আহসান, শহিদুল ইসলাম খান, উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হিরা, যুগ্ম সম্পাদক ফরহাদুন্নবী মামুন প্রমুখ।