আজকের পত্রিকা ডেস্ক
ভবনের সামনের বারান্দায় সোফায় বসে আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সদ্যোজাত সন্তান কোলে নিয়ে পাশে বসে আছেন তাঁর স্ত্রী ক্যারি। টেবিলের পাশে রয়েছেন আরও দুজন। তাঁদের মধ্যে একজন হাতের ইশারায় কিছু একটা বলছেন। টেবিলে পনির ও ওয়াইনের বোতল রাখা। পাশেই আরেকটি টেবিলে চারজন বসে আছেন। তারও খানিক দূরে বাগানের মধ্যে একটি টেবিল ঘিরে দাঁড়িয়ে আছেন কয়েকজন। টেবিলে রাখা ওয়াইনের বোতল।
ডাউনিং স্ট্রিটের এ ছবিটি গত বছরের ১৫ মে তোলা। সম্প্রতি প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। সামাজিক দূরত্ব না মেনে ১৯ জনের এভাবে বসে থাকার সময় যুক্তরাজ্যে চলছিল লকডাউন। দুজনের বেশি কোথাও থাকার নিয়ম ছিল না। সেটিও ২ মিটার দূরে। কিন্তু সেদিন এক বৈঠকের পর এভাবেই ডাউনিং স্ট্রিটের ভেতর এবং বাইরে জড়ো হয়ে আড্ডা দেন সবাই।
কিছুদিন আগেও বড়দিনের এক ছবি ঘিরে বিতর্ক তৈরি হয় বরিস জনসনকে নিয়ে। এবার নতুন ছবি সামনে আসায় সমালোচনার তীর আসছে বিরোধী দল লেবার পার্টি থেকে। দলটির এক নেতা অ্যাঙ্গেলা রেইনার বলেন, ‘এ ছবি ব্রিটিশদের মুখে চপেটাঘাত।’
তবে বরিসের পক্ষে সাফাই গাইলেন দেশটির উপ-প্রধানমন্ত্রী এবং বিচারমন্ত্রী ডমিনিক রাব। ছবির এ ঘটনা নিয়মের মধ্যেই হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, অন্যান্য কর্মক্ষেত্রে ওই সময় একই চিত্র দেখা যাওয়ার কথা। আর ডাউনিং স্ট্রিট প্রধানমন্ত্রীর কাজের জায়গা হিসেবেও বিবেচিত।
গত সপ্তাহে সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, তারা ইন্ডিপেনডেন্টের সঙ্গে যৌথভাবে একটি তদন্ত করে জানতে পেরেছে, ওই তারিখে ডাউনিং স্ট্রিটে অনেকের সঙ্গে জমায়েত হয়েছিলেন বরিস জনসন।