হোম > ছাপা সংস্করণ

বিদেশি জাতের মুরগি পালনে সফলতা

রাজবাড়ী প্রতিনিধি

ব্রাহামা, সিল্কি, সিবরা, সিলভার সেবরাইড, গোলড্রেন সেবরাইড, পলিস্কেব, সুলতান, প্যারটলিভ, ইউন্ডডট, সোমাত্রা, সিলভার লেস, কসমো, আছিল, মল্টেড জাপানিজ, ব্লুবারলেজ, ব্লাকটেল, ইয়োকামাহা বিদেশি জাতের মুরগি। বিদেশি জাতের এসব মুরগি বাণিজ্যিকভাবে পালন করে সফলতা পেয়েছেন রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন।

বিদেশি জাতের এসব মুরগি সচরাচর আমাদের দেশে দেখা যায় না, তবে ব্যাপক চাহিদা রয়েছে। বাজারে এর দাম তুলনামূলক বেশি।

সরেজমিনে দেখা যায়, জাহাঙ্গীরের বাড়ির আঙিনায় মুরগির খামারে রয়েছে বিভিন্ন দেশের দেড় শতাধিক মুরগি। কোনোটার লেজ লম্বা, মাথায় ঝুঁটি, আবার ঠোঁট টিয়াপাখির মতো। মুরগিগুলোকে খাবার দিতে ব্যস্ত জাহাঙ্গীর। সেই সঙ্গে সংকেত দিয়ে ডিমগুলো সংগ্রহ করে ঝুড়িতে রাখছেন।

জাহাঙ্গীর জানান, ২০১৬ সালে ভারত থেকে আছিল, টার্কি ও কাদার নাথ জাতের তিন জোড়া বিদেশি মুরগি এনে খামার শুরু করেন। পরে ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, ভিয়েতনামসহ বিভিন্ন দেশে গিয়ে মুরগি সংগ্রহ করেন। বর্তমানে খামারে ৪০ প্রজাতির দেড় শতাধিক মুরগি রয়েছে। খামারের এসব মুরগির জোড়া ২০ হাজার থেকে ১ লাখ টাকায় বিক্রি করছেন। এ ছাড়া নিজস্ব উদ্যোগে ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদন করছেন। রংবেরঙের এসব মুরগি দেখতে জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ খামারে ভিড় করছেন।

খামারি জাহাঙ্গীর জানান, এসব মুরগি পালনে প্রতি মাসে তাঁর খরচ হয় ১৫ থেকে ২০ হাজার টাকা। খামার থেকে খরচ বাদে প্রতি মাসে আয় হয় ২৫-৩০ হাজার টাকা। আইএনচি মানিক নামের এক জোড়া মুরগি ১ লাখ টাকায় বিক্রি করেছেন।

রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খায়ের উদ্দিন আহমেদ বলেন, জাহাঙ্গীর বিদেশি মুরগি পালন করে সফলতা পেয়েছেন। তাঁর খামারে বিভিন্ন দেশের মুরগি রয়েছে। মুরগির ডিম থেকে তিনি নিজস্ব পদ্ধতিতে উদ্ভাবিত মেশিনের সাহায্যে বাচ্চা ফোটান। তাঁকে দেখে এলাকার অনেকেই বিদেশি মুরগি পালনে আগ্রহী হচ্ছেন। এসব খামারিকে প্রাণিসম্পদ অধিদপ্তর সাহায্য সহযোগিতা করা হয়।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন