পিরোজপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ৬ নম্বর শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন পরিষদের আয়োজনে এ অনুষ্ঠান হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পিরোজপুর ১ আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ. কে. এম. এ আউয়াল। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নম্বর শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আজমীর হোসেন মাঝি।
এ সময় সদর উপজেলার ইউনিয়ন সাবেক ও বর্তমান চেয়ারম্যান, বিসিএস ক্যাডার, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (প্রাথমিক, মাধ্যমিক ও দাখিল), ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সম্পাদক, কৃতি শিক্ষার্থী (প্রাথমিক ও মাধ্যমিক), সফল ইমাম, মাদ্রাসা ছাত্র, কৃষক, জেলে, সফল ব্যক্তি, ক্ষুদ্র ব্যবসায়ী, ট্যাক্স দাতা ও খেলোয়াড়দের ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।