Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

মালচিং পদ্ধতিতে হলুদ তরমুজ চাষ করে সফল

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

মালচিং পদ্ধতিতে হলুদ তরমুজ চাষ করে সফল

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় মালচিং পদ্ধতিতে হলুদ রঙের তরমুজ চাষ করে সফল আনোয়ার ব্যাপারী। উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের বড় নওঁগাও গ্রামে আধুনিক পদ্ধতিতে কীটনাশক ছাড়া চাষ করেও লাভের মুখ দেখেছেন তিনি।

আনোয়ার ব্যাপারী এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘গত বছর ইউটিউব দেখে সাতক্ষীরার এক কৃষকের সঙ্গে যোগাযোগ করি। প্রথমে মাত্র ১০ শতক জমিতে তরমুজ চাষ শুরু করি। এতে আমার খরচ হয় ৩৫ হাজার টাকা। কিন্তু অভিজ্ঞতার অভাবে প্রথম আবাদ নষ্ট হয়ে যায়। কিন্তু আমি দমে যাইনি। এরপর আবার শুরু করি। ঋণ করে ৯২ হাজার টাকা খরচ করে ২০ শতক জমিতে আবার চাষাবাদ শুরু করি। পরে সেই খেত থেকে প্রায় দেড় লাখ টাকা লাভ করি। তাই এবার নতুন করে আরও ২০ শতক জায়গা নিয়েছি। মোট ৪০ শতক জায়গায় এবার হলুদ তরমুজের চাষ শুরু করেছি। এবার ফলন আরও ভালো হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে, এ বছর প্রায় ৩–৪ লাখ টাকা লাভ হবে আশা করছি।’

এ সময় আনোয়ার ব্যাপারী ডামুড্যা কৃষি অফিসের ব্লক সুপারভাইজার মাসুদের বিষয়ে অভিযোগ করে বলেন, ‘তাঁকে আমি ৫–৬ দিন ফোন করেছি। কিন্তু তাঁর কোনো সহযোগিতা পাইনি। এ বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি কামনা করছি।’

আনোয়ার ব্যাপারীর খেতে গিয়ে দেখা যায়, মাচার মধ্যে ঝুলে আছে বিভিন্ন সাইজের বাহারি রঙের তরমুজ। দেখেই মন ভরে যায়। সকাল থেকে বিকেল পর্যন্ত খেতে ক্রেতাদের পদচারণা চোখে পড়ার মতো। ক্রেতারা আসছেন, খেত ঘুরে ঘুরে দেখছেন এবং পছন্দমতো তরমুজ কিনে নিয়ে যাচ্ছেন। হলুদ তরমুজগুলো কেজি দরে বিক্রি করা হচ্ছে। এ ছাড়াও দেশি তরমুজ ও সৌদি আরবের ফল সাম্মামও চাষ করছেন চাষি আনোয়ার। বিকেল বেলা খেতে গেলে মনে হয়, কোনো পর্যটন এলাকায় ঘুরতে এসেছি।

তরমুজ কিনতে আসা স্থানীয় শিক্ষক কামাল হোসেন বলেন, ‘লোকমুখে শুনে নিজেই হাজির হয়েছি, আনোয়ার ভাইয়ের তরমুজ খেতে। নিজ হাতে বাছাই করে কেমিক্যালমুক্ত তরমুজ কিনলাম। আমরা চাই এলাকার কৃষকেরা আনোয়ার ব্যাপারীর মতো আধুনিক পদ্ধতিতে কেমিক্যালমুক্ত তরমুজের চাষ করেন।’

চাষি আনোয়ার এ সময় আরও বলেন, ‘সরকার যদি বিনা সুদে আমাদের মতো নতুন চাষিদের ঋণ দেয়, তাহলে হলুদ তরমুজ চাষকে বিপ্লবে পরিণত করা যাবে। এ তরমুজ দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করা যাবে।’

উপজেলা কৃষি কর্মকর্তা ড. শেখ আজিজুর রহমান বলেন, ‘আমার জানা মতে, উপজেলায় আনোয়ার ব্যাপারীই প্রথম হলুদ তরমুজের চাষ শুরু করেছেন। তাঁর এ উদ্যোগকে সাধুবাদ জানাই। এ বিষয়ে আনোয়ার ভাইকে যত প্রকার সাহায্য করা প্রয়োজন তা করা হবে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ