গত বছর তাপসী পান্নুর তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। শুধু মুক্তিই পায়নি, অভিনয়-দক্ষতায় দর্শকের মনও জিতে নিয়েছেন। দর্শক থেকে সমালোচক-সবার প্রশংসা আদায় করে নিয়েছেন। আগামী ৪ ফেব্রুয়ারি আবারও মুক্তি পাচ্ছে তাপসী অভিনীত নতুন সিনেমা। নাম ‘লুপ লপেটা’। পরিচালক আকাশ ভাটিয়া। সিনেমায় তাপসীর সঙ্গে থাকছেন তাহির রাজ ভাসিন। জার্মান সিনেমা ‘রান লোলা রান’-এর অফিশিয়াল রিমেক বলে জানা যাচ্ছে। মুক্তি পাবে নেটফ্লিক্সে।
এ বছর তাপসী অভিনীত আটটি সিনেমা মুক্তি পাওয়ার কথা। এক বছরে এত সিনেমা মুক্তির কথা শুনে নানাজন নানা প্রশ্ন করছেন তাপসীকে। এত সিনেমার কাজ কীভাবে করলেন? কবে করলেন? সে এক মধুর বিড়ম্বনা!
সিনেমার গল্পে দেখা যাবে, তাপসী তাঁর জীবনের ভুল শুধরানোর তিনটি সুযোগ পাবেন। কী ভুল শুধরাবেন তাপসী? কোথা থেকে শুরু করবেন জীবন? ভাবনায় পড়ে যান। ব্যক্তিজীবনেও কি তাপসীর এমন কোনো ভুল আছে? যেটা সুযোগ পেলে শুধরে নিতে চান! তাপসীর উত্তর, ‘সেনাবাহিনীতে পরীক্ষা দিয়েছিলাম। উত্তীর্ণ হইনি। অনেক কান্নাকাটি করেছি। মনে হয়েছে, এই জীবনে আমাকে দিয়ে কিছু হবে না। এখন মনে হয়, আবার যদি সুযোগ পেতাম তাহলে আগের ভুলগুলো করতাম না। সেনাসদস্য হওয়ার খুব ইচ্ছে আমার।’