তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
অযত্নে ও অবহেলায় নষ্ট হচ্ছে কিশোরগঞ্জের তাড়াইলে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্য স্বাধীনতা ’৭১। ২০১৫-১৬ অর্থবছরে জেলা পরিষদের অর্থায়নে পুরোনো কোর্ট ভবনের বালুর মাঠে ভাস্কর্যটি নির্মাণ করা হয়। ৫১ ফুট উঁচু বেদিতে প্রতীকী হিসেবে একজন নারী ও দুজন পুরুষ মুক্তিযোদ্ধা বন্দুক-গ্রেনেড হাতে দৃষ্টিনন্দন ভাস্কর্যের মাঝখানে ৮ ফুট বাই ৬ ফুট জাতির পিতা বঙ্গবন্ধু ও ৭ বীরশ্রেষ্ঠর ম্যুরাল স্থাপন করা হয়।
২০১৬ সালে ভাস্কর্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বর্তমানে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু। পরে ২০১৯ সালে মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাস্কর্যটি উদ্বোধন করেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন বলেন, ‘মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থাপনাটি জেলা পরিষদের। আমি ব্যক্তিগতভাবে ভাস্কর্যটি আগের রূপে ফিরিয়ে আনার জন্য জেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি।’
বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই বলেন, জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান বলেন, ‘৪৬ লাখ ৫৮ হাজার ৪৪২ টাকা ব্যয়ে নির্মিত তাড়াইলে স্বাধীনতা ‘৭১ কিছুদিন আগেই আমি পরিদর্শন করেছি।
এ রকম আরও কয়েকটি ভাস্কর্য আছে। প্রতিটি ভাস্কর্য সংস্কার করা প্রয়োজন।’