হোম > ছাপা সংস্করণ

আবার ববির সঙ্গে মিলন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির প্রথম সিনেমা ‘খোঁজ দ্য সার্চ’। তবে ঢালিউডে তিনি প্রতিষ্ঠা পান ‘দেহরক্ষী’ দিয়ে। ক্যারিয়ারের ওই দ্বিতীয় সিনেমায় তিনি সহশিল্পী হিসেবে পেয়েছিলেন আনিসুর রহমান মিলনকে। সেটা ২০১৩ সালের কথা।

পরের দুই বছরে ১০টির বেশি সিনেমায় অভিনয় করেন ববি। অনন্য মামুনের ‘ব্ল্যাকমেইল’ সিনেমার সূত্রে ২০১৫ সালে আবারও এক হন মিলন-ববি। ২০১৮ সালে চলচ্চিত্র প্রযোজনায় আসেন ববি। ‘বিজলী’ নামের ওই সিনেমায় অতিথি চরিত্রে অভিনয়ের জন্য ডাক পান মিলন। স্বচ্ছন্দে রাজি হয়ে যান তিনি ‘বিজলী’ সিনেমায় কাজ করতে।

দীর্ঘদিনের এই পর্দার জুটি আবারও এক হলেন। ‘আলপিন’ নামে একটি ওয়েব ফিল্ম বানাচ্ছেন জনপ্রিয় নাট্যনির্মাতা আল হাজেন। তাতে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন। আর ববি থাকবেন অনুসন্ধানী সাংবাদিকের চরিত্রে। সোমবার সন্ধ্যায় এ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তাঁরা। ২০টিরও বেশি সিনেমার অভিনেত্রী ববি ‘আলপিন’ দিয়ে প্রথমবারের মতো ওয়েব প্ল্যাটফর্মে হাজির হচ্ছেন।

‘আলপিন’ সিনেমা নিয়ে ববি বলেন, ‘বছরের শুরুতেই এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। যে চরিত্রে অভিনয় করতে যাচ্ছি, সেটি আমার জন্য প্রথম। এতে আমি থাকব সাংবাদিক চরিত্রে। মূলত অনুসন্ধানমূলক লেখালেখি করাই আমার কাজ। অনেক দিন পর মিলন ভাইয়ের সঙ্গেও কাজ করা হবে এ সিনেমার কল্যাণে। সেটাও আনন্দের বিষয়।’

আর আনিসুর রহমান মিলন বললেন, ‘এর আগেও পুলিশের চরিত্রে অভিনয় করেছি, তবে এই গল্পে কিছু ভিন্নতা আছে।’

এ ছাড়া ‘আলপিন’ সিনেমায় আরও থাকবেন সাঞ্জু জন। নির্মাতা জানিয়েছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে চলতি মাসের ২৫ তারিখেই শুটিং শুরু করবেন।

ববির আরও একটি সিনেমার শুটিং শুরু হওয়ার কথা এ মাসে। রাশিদ পলাশ পরিচালিত ‘ময়ূরাক্ষী’ নামের ওই সিনেমায় চিত্রনায়িকা চরিত্রেই দেখা যাবে তাঁকে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন