মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে ৪৪১টি ভূমি ও গৃহহীন পরিবারে মধ্যে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। ঈদুল ফিতরের আগে পাওয়া এই ঘরে ঈদ করবে পরিবারগুলো। গতকাল মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবিধাভোগী পরিবারের মধ্যে এসব ঘর হস্তান্তরের উদ্বোধন করেন। এদিন পাহাড়ের বিভিন্ন স্থানে এই ঘর হস্তান্তর করে উপজেলা প্রশাসন।
‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ প্রতিপাদ্যে অসহায় পরিবারের মধ্যে ২ শতাংশ জমি ও সেমিপাকা ঘর দেওয়া হয়।
প্রতিনিধিদের পাঠানো খবর:
রাঙামাটি: কাউখালী উপজেলা পরিষদ অডিটরিয়ামে ৪০টি ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রানী রায়, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সামশু দোহা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. এরশাদ সরকার।
লংগদু: রাঙামাটির লংগদুতে দুই শতাংশ জমিসহ পাকা ঘর পেয়েছে ১০টি পরিবার। উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে ইউএনও জনি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মজুমদার প্রমুখ।
নানিয়ারচর: নানিয়ারচরে ভূমিহীন ও গৃহহীন ১১ পরিবারের মধ্যে মুজিববর্ষ উপলক্ষে ঈদ উপহার হিসেবে ঘর হস্তান্তর করা হয়েছে। এ সময় ইউএনও ফজলুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমাসহ, ভাইস চেয়ারম্যান, বিভিন্ন ইউপির চেয়ারম্যানসহ কর্মকর্তারা উপস্থিত ছিল।
কাপ্তাই: কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল ৮ পরিবারের সদস্যের হাতে আশ্রয়ণের ঘরের কাগজ ও চাবি তুলে দেওয়া হয়েছে। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, ইউএনও মুনতাসির জাহান, জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রুহুল আমিন, কাপ্তাই থানার ওসি কাজী জসিম উদ্দিন, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহাদাৎ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
বাঘাইছড়ি: বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল ভূমি ও গৃহহীন ৯০টি পরিবারের মধ্যে আশ্রয়ণের ঘর হস্তান্তর করেন ইউএনও শরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মং চিং প্রু মারমা, বাঘাইছড়ি পৌর মেয়র জাফর আলী খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুমসহ অন্যরা।
বরকল: রাঙামাটির বরকলে আনুষ্ঠানিকভাবে ৫৫ পরিবারকে আশ্রয়ণের ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ইউএনও জুয়েল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বরকল ৪৫ বিজিবির উপ-অধিনায়ক মো. মোশাররফ হোসেন আবুল বাছার, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা, ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা। সভা শেষে উপকারভোগীদের ঘর ও চাবি তুলে দেওয়া হয়।
পানছড়ি (খাগড়াছড়ি): খাগড়াছড়ির পানছড়িতে ৯৬ পরিবার পাচ্ছে আশ্রয়ণের ঘর। এর মধ্যে তৈরি সম্পন্ন হওয়া ৮৭টি ঘরের সনদপত্র ও ২ শতাংশ ভূমির কাগজপত্র উপকার ভোগীদের হাতে তুলে দেন সংরক্ষিত মহিলা সাংসদ মিজ বাসন্তি চাকমা, উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসার রুবাইয়া আফরোজ।
রামগড়: রামগড়ে ৭৭টি অসহায় গৃহহীন পরিবারকে নতুন ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় মোট ১৫০টি পরিবার এই সুবিধা পাবে বলে জানা গেছে। এ উপলক্ষে গতকাল উপজেলা সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। এ ছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, ইউএনও খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত, সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
মানিকছড়ি: উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে ৭২টি ঘরের মধ্যে কাজ শেষ হওয়া ৩৫টি ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে। অবশিষ্ট ৩৭টি অচিরেই কাজ শেষে বুঝিয়ে দেওয়া হবে। এ উপলক্ষে ইউএনও রক্তিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।
মহালছড়ি: মহালছড়িতে ২৭টি ভূমি ও গৃহহীন পরিবারের সদস্যের হাতে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেওয়া হয়েছে। এ উপলক্ষে মহালছড়ি টাউন হলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, ইউএনও জোবাইদা আক্তার, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আশিকুর রহমান ভূঁইয়া প্রমুখ।