Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সমাজসেবা দিবস পালিত

বাগমারা ও পবা প্রতিনিধি

সমাজসেবা দিবস পালিত

‘মুজিববর্ষের সফলতা, ঘরে বসেই সকল ভাতা’ প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় পালিত হলো ২৩তম জাতীয় সমাজসেবা দিবস। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা শেষে সমাজসেবা কার্যালয়ে এসে আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা রবিউল করিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মাহমুদ হাসান, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী প্রমুখ।

এদিকে, পবা উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস উদ্‌যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার বেলা ১২টায় পবা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়।

সভায় পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা লসমী চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অর্থনীতির মূল স্রোতোধারায় নিয়ে এসে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তা না হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হবে না।

বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসান শামীম।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা এম এন জহুরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা প্রমুখ।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ