কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ‘নদী ও মানুষ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে প্রেসক্লাবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ পরিবেশ আন্দোলন নেটওয়ার্ক (বেন) ও তিস্তা নদী রক্ষা কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন তিস্তা নদী রক্ষা কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ, সাধারণ সম্পাদক সাজু বাঙালি, কুড়িগ্রাম জেলা শাখার প্রধান উপদেষ্টা আবু সাঈদ সরকার, সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সদস্য আবুল কালাম আজাদ, নুরুন্নবী আজাদ নিশাত প্রমুখ।