নিজস্ব প্রতিবেদক
যশোরে পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণে গাঁজা, ফেনসিডিল, নিষিদ্ধ ওষুধ, আতশবাজি ও ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ দুজনকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাত ১০টা থেকে গতকাল বৃহস্পতিবার ভোর পাঁচটা পর্যন্ত জেলার বেনাপোল পোর্ট থানা-পুলিশ ও যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুজনকে আটক করেন।
জব্দ করা এসব মাদক, ওষুধ ও অন্যান্য সামগ্রীর মূল্য এক কোটি ৪২ লাখ টাকা বলে দাবি করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।
মাদকদ্রব্যের মধ্যে রয়েছে, ২১৩ কেজি গাঁজা ৭৪৯ বোতল ফেনসিডিল, বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী, আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ ও আতশবাজি। এসব মালামাল বহনের কাজে ব্যবহৃত একটি ভারতীয় ট্রাক জব্দ এবং দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে এত বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিল উদ্ধারের ঘটনায় স্থানীয়রা বলছেন, যশোরে গাঁজা ও ফেনসিডিলের একপ্রকার খনি আবিষ্কার হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার জানান, বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে নাভারণ সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরানের নেতৃত্বে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনসহ পুলিশের একটি দল বেনাপোল স্থলবন্দরের ২২ নম্বর শেডের সামনে অভিযান চালিয়ে ভারতের একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৮৬ কেজি গাঁজা ও ৭৪৯ বোতল ফেনসিডিলসহ ভারতীয় বিভিন্ন প্রসাধনী, আমদানি নিষিদ্ধ ওষুধ এবং আতশবাজি জব্দ করেন। এ ঘটনায় ভারতীয় ট্রাকটি জব্দ করা হলেও কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে এ বিপুল পরিমাণ মাদকদ্রব্যের সংশ্লিষ্টদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, এর আগে বুধবার রাত ১০টার পর যশোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল জেলার শার্শা উপজেলার শিকারপুর-বেনাপোল সড়কের আরিফ হোসেনের বাড়ির আবাদি জমিতে অভিযান চালিয়ে কতিপয় মাদক কারবারিকে তাড়া করে একজনকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার হয়। যশোর কোতোয়ালি থানায় অন্য একটি অভিযানে আরও এক কেজি গাঁজা উদ্ধার করে ডিবি। এসব ঘটনায় গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন, যশোর বেনাপোল রায়পুর গ্রামের সালাউদ্দিন (৩৫) ও যশোর কোতোয়ালি থানা এলাকার কৈখালী গ্রামের মীর আসলাম হোসেন (৪৫)।
প্রেস ব্রিফিংকালে যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, যশোরে মাদক বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এর ফলে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত যশোর জেলা পুলিশের পৃথক ৩টি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ভারতীয় প্রসাধনী, আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ ও ভারতীয় আতশবাজি এবং ১টি ভারতীয় ট্রাকসহ প্রায় দেড় কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। ব্রিফিংকালে জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন এসব মাদক ও অবৈধ পণ্য উদ্ধারের ঘটনায় যশোর কোতোয়ালি, শার্শা ও বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক চারটি মামলা করা হয়েছে। আটক আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া এসব ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।