দেবিদ্বার প্রতিনিধি
দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নে শিশু ফাহিমা হত্যায় জড়িত শিশুটির বাবা আমির হোসেনসহ চার আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর আসামি লাইলি আক্তার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে পাঁচ আসামিকে কুমিল্লার ৪ নম্বর আমলি আদালতে তোলা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা দেবিদ্বার থানার উপপরিদর্শক মো. নাজমুল হাসান জানান, লাইলি আক্তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় বাকি চার আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে ওই চারজনের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক ফারহানা সুলতানা।
রিমান্ড মঞ্জুর হওয়াদের মধ্যে বাবা ছাড়া অন্য তিনজন হলেন, রবিউল আউয়াল (১৯), রেজা উল ইসলাম ইমন (২২) ও সোহেল রানা (২৭)।
শাস্তি চান আসামিদের মায়েরা
এদিকে হত্যায় অভিযুক্ত বাবা আমির হোসেনের মা নাছিমা বেগমসহ অপর অভিযুক্তদের মায়েরা এই ঘটনায় তাঁদের সন্তানদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছেন।
শিশুটির দাদি নাছিমা বেগম বলেন, ‘আমার বুকে আগলে রেখে লালন-পালন করেছি ফাহিমাকে। আমার ঘরে এই একটি মাত্রই শিশু। সে (আমির হোসেন) আমার কোল কেড়ে নিছে। এমন পাষণ্ড ছেলের বেঁচে থাকার কোনো অধিকার নেই।’
শিশু ফাহিমার মা হোসনেয়ারা বেগম বলেন, ‘ফাহিমা নিখোঁজের পর আমার স্বামী আমাকে মিথ্যা সান্ত্বনা দিতে থাকেন। মেয়েকে নাকি কবিরাজ ফিরিয়ে এনে দেবে। কীভাবে অবুঝ সন্তানকে মেরে ফেলল।’
অপর দিকে গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার আরেক আসামি লাইলি আক্তারের বাড়িতে গিয়ে দেখা যায় এক হৃদয়বিদারক দৃশ্য। লাইলি আক্তারের তিন অবুঝ শিশু মেয়ে মায়ের কাছে যেতে আর্তনাদ করছে। তিন শিশুর এমন আর্তনাদে উপস্থিত সকলেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
লাইলি আক্তারের পাঁচ বছরের মেয়ে নুসরাত কাঁদতে কাঁদতে এ প্রতিবেদকে বলে, ফাহিমার সঙ্গে খেলত সে।
অপর আসামি রবিউল আউয়ালের মা খোরশেদা বেগম, রেজা উল ইসলাম ইমনের মা জাহানারা বেগম এবং সোহেল রানার মা রফেজা বেগমও শিশু ফাহিমা হত্যায় জড়িত তাঁদের সন্তানদের ফাঁসি চান। মায়েরা বলেন, এ হত্যাকাণ্ডে জড়িত তাঁদের সন্তানদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তাঁরা। মানুষ হত্যাকারী কাউকে তাঁরা সন্তান পরিচয় দিতে চান না বলেও মন্তব্য করেন মায়েরা।
এদিকে এলাকায় এই হত্যাকাণ্ড নিয়ে বড়দের মধ্যে ব্যাপক আলোচনা শুনে ভীত হয়ে পড়ছে আশপাশের বাড়ির শিশুরা। চাপানগর এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, আশপাশের শিশুদের মধ্যে ভয় কাজ করছে। তারা কেমন যেন হয়ে গেছে।
স্থানীয় এক নারী বলেন, ‘আমার চার বছরের মেয়ে ভয় পেয়েছে। তার বাবার কাছে যাচ্ছে না। যাঁরা এ হত্যাকাণ্ডে জড়িত তাঁদের দৃষ্টান্তমূলক বিচার চাই।’
পাঁচ বছরের শিশু ফাহিমা বাবা আমির হোসেন ও লাইলি আক্তারকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। এ ঘটনা মাকে বলে দেবে বলে বাবাকে জানায় সে। এতে লাইলি আক্তার ও বাবা আমির হোসেন উদ্বিগ্ন হয়ে শিশুটিকে হত্যার পরিকল্পনা করেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘শিশু ফাহিমা হত্যাকাণ্ডে জড়িত ফাহিমার বাবাসহ পাঁচ আসামিকে গতকাল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’