Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বাঁশখালী পৌর নির্বাচন কাল, ৪ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বাঁশখালী পৌর নির্বাচন কাল, ৪ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা নির্বাচন কাল রোববার অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার রাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচার। কে হবেন মেয়র, তা নিয়ে অলিতে-গলিতে চলছে নানা আলোচনা।

নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে প্রথমবারের মতো লড়ছেন অ্যাডভোকেট তোফাইল বিন হোসাইন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র হতে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক মেয়র বিএনপি নেতা কামরুল ইসলাম হোছাইনী।

এ ছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা প্রশাসন ১১টি কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।

জানা গেছে, গত নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের জলদী ভাদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব জলদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জলদী আসকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ও ৯ নম্বর ওয়ার্ডের রংগিয়াঘোনা মনছুরিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এর পরিপ্রেক্ষিতে এবারও এসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে উপজেলা প্রশাসন।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ভোটার বলেন, ‘আমরা যে হারে কর দিই, সে হারে কোনো সেবা পাই না। আবার বাড়িঘরের কোনো উন্নয়নকাজ করতে গেলে নানাভাবে ট্যাক্স নেয় পৌর কর্তৃপক্ষ। অধিকাংশ সড়ক বেহাল। কিছু কাজ করলে তাও নিম্নমানের হওয়ায়, দ্রুত নষ্ট হয়ে যায়।’

মেয়র প্রার্থী অ্যাডভোকেট এস এম তোফায়েল বিন হোছাইন (নৌকা) প্রতীক বলেন, ‘জনগণ যাকে ভোট দেবে, সেই মেয়র হবে। বর্তমান সরকার সর্বত্র সমবণ্টনের মাধ্যমে উন্নয়নকাজ করছে। সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণ নৌকায় ভোট দেবে, তাতে কোনো দ্বিধা নেই।’

অপরদিকে স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম হোছাইনী বলেন, ‘বাঁশখালী পৌরসভাবাসীকে দ্বিতীয়বারের মতো সেবা করার জন্য আমি প্রার্থী হয়েছি। জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারলে, আমি অবশ্যই জয়লাভ করব।’

বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ১১টি কেন্দ্রের মধ্যে ৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম বলেন, বাঁশখালী পৌরসভা নির্বাচন ইভিএমের মাধ্যমে হবে। নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

জানা গেছে, বাঁশখালী পৌরসভায় ভোটার রয়েছে ২৬ হাজার ৯৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৯৪ জন এবং নারী ১২ হাজার ৮৮৬ জন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ