জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে মুক্তিযুদ্ধের বধ্যভূমি ও স্মৃতি বিজড়িত ৫০টি স্থানে বটগাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে ‘দেশি গাছ ও জীব বৈচিত্র্য সংরক্ষণ আন্দোলন’ নামের স্বেচ্ছাসেবী একটি সংগঠন। গত শুক্রবার বিকেলে সদর উপজেলার কড়ই কাদিপুর বধ্যভূমিতে বটগাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সংস্কৃতি জন রাজা চৌধুরী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মোট ৫৬টি বদ্ধভূমির সন্ধান পাওয়া গেছে।