জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়ন শ্রমিক লীগের সহসভাপতি মো. জামাত আলীকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত শুক্রবার রাতে জাতীয় শ্রমিক লীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
চর আমখাওয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. ইউনুছ আলী মোল্লা ও সাধারণ সম্পাদক মো. দোজাহান আকন্দ স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা যায়।
সূত্রে জানা যায়, আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় মো. জামাত আলীকে চর আমখাওয়া ইউনিয়ন শ্রমিক লীগের সহসভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়েছে।