হোম > ছাপা সংস্করণ

ট্রাক্টর উল্টে শ্রমিক নিহত , আহত ৩

দেবিদ্বার প্রতিনিধি

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার অংশে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে গেছে। এ ঘটনায় ট্রাক্টরে থাকা এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

গতকাল রোববার বেলা ১১টার দিকে পৌর এলাকার সাইলচরে দুর্ঘটনাটি ঘটে।

নিহত শ্রমিকের নাম তারু মিয়া মোল্লা (৫০)। তিনি দেবিদ্বার মোল্লা বাড়ি এলাকার বাসিন্দা।

প্রত্যাক্ষদর্শীরা জানান, মহাসড়কে তিন চাকার অটোরিকশা চলাচল নিষেধ। তবুও কোম্পানীগঞ্জের দিক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা দেবিদ্বার পৌর এলাকার সাইলচরে পৌঁছায়। এ সময় সামনে হাইওয়ে পুলিশের একটি দল দেখে ভয়ে পিছনের দিকে মোড় নিয়ে পালানোর চেষ্টা করে। এতে পিছন দিক থেকে আসা মাটিবোঝাই ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা সৃষ্টি হয়। ট্রাক্টরচালক তাৎক্ষণিক অটোরিকশাটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে শ্রমিক তারু মিয়া ছিটকে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তারু মিয়ার মৃত্যু হয়। পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নিহতের ছেলে মো. কবির হোসেন জানান, কোম্পানীগঞ্জ থেকে ফেরার পথে সাইলচর এলাকায় পৌঁছলে সামনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে বাঁচানোর চেষ্টা করে ট্রাক্টর। এতে পড়ে গিয়ে বাবা মারা যান।

এদিকে দেবিদ্বার বেগমাবাদ এলাকায় ট্রাক ও ঢাকাগামী একটি বাসের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। গত শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ নিহত হওয়ার খবর পাওয়ার যায়নি। গুরুতর আহত অবস্থায় ট্রাকচালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন।

এ ব্যাপারে মিরপুর হাইওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. মাসুদুল আলম জানান, ‘সাইলচর এলাকায় ট্রাক্টর থেকে পরে এক শ্রমিক নিহত হয়েছেন। আমরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’ পুলিশের ভয়ে ঘটনাটি ঘটছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘কাকে দেখে কে ভয়ে পালালো আমরা কি করে বুঝব। তবে ট্রাক্টর উল্টিয়ে একজন শ্রমিক মারা গেছেন।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন