পটুয়াখালীর বাউফল ও রাঙ্গাবালীর ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চারটিতে নৌকা প্রার্থীরা এবং দুটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। রাঙ্গাবালীর বড়বাইশদিয়ায় বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। কোনো রকম সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে বাউফল উপজেলার নাজিরপুর, দাসপাড়া, মদনপুরা ও বাউফল সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) এবং রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ও মৌডুবী ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে চলে এই ভোট গ্রহণ।
বাউফলে প্রচণ্ড শীত উপেক্ষা করে কেন্দ্রের সামনে ভোটারদের ছিল দীর্ঘ লাইন। ভোট পড়েছে মোট ভোটারের ৬৫ শতাংশ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, সবার সহযোগিতায় কোনো ধরনের সহিংসতা ছাড়াই সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এদিকে দেড় যুগ পর পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই উপজেলার মৌডুবী ইউপিতে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুই ইউপিতেই গতকাল উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে।
১৯ বছর পর বড়বাইশদিয়ায় নির্বাচন হওয়ায় ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। সীমানাসংক্রান্ত জটিলতা নিয়ে মামলা থাকায় নির্বাচন স্থগিত ছিল। সর্বশেষ ২০০২ সালে বড়বাইশদিয়ায় নির্বাচন হয়েছিল।