মিনহাজ তুহিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
গ্রীষ্মের খরতাপে জনজীবন যখন অতিষ্ঠ, তখন প্রকৃতিতে ফুলের সমাহার মানবমনে যেন শান্তির পরশ বুলিয়ে দেয়। ঋতুরাজ বসন্ত শেষে গ্রীষ্মের শুরুতে ফুলে ফুলে ছেয়ে গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস।
সোনালু ফুলের ঝলমলে রূপ দেখে মনে হয়, কোনো রূপসী কন্যা বুঝি হলুদপিঁড়িতে বসল। পুরো গাছ থেকে হলুদ যেন গড়িয়ে পড়ছে। এই ফুলের মনমাতানো হাওয়ায় কিশোরীর কানের দুলের মতো দুলতে থাকা সোনালু ফুলের থোকাগুলো নাড়িয়ে যায় শিক্ষার্থীদের মন।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আইন অনুষদের সামনে, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গণ, কেন্দ্রীয় খেলার মাঠ এলাকাসহ ক্যাম্পাসের প্রায় সর্বত্রই ফুটেছে গ্রীষ্মের এসব ফুল।