হোম > ছাপা সংস্করণ

অভিনয়ে নিয়মিত হবেন পড়শী

বিনোদন প্রতিবেদক, ঢাকা

বেশ কয়েক বছর আগে ‘শ্রাবণ এসেছিল গান হয়ে’ শিরোনামের একটি টেলিফিল্মে অভিনয় করেছিলেন পড়শী। এরপর গত ১০ বছরে বহু নাটকে অভিনয় করার প্রস্তাব পেয়েছেন তিনি। কিন্তু গল্প ও চরিত্র কোনোটাই তাঁর মন ছুঁয়ে যেতে পারেনি। অনেক বছর পর পড়শী মনের মতো গল্প আর চরিত্র পেলেন। অভিনয় করলেন ঈদের একটি নাটকে। নাম ‘মারিয়া ওয়ান পিস’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। নাটকটি আরটিভিতে প্রচারের পর বেশ সাড়া ফেলে। চ্যানেলে প্রচারের পর নাটকটি আরটিভির ইউটিউব চ্যানেলে প্রচার হয়। ৬ মে ইউটিউবে প্রকাশিত এ নাটকটি প্রায় সাত লাখ দর্শক দেখেছেন। পড়শীর অভিনয়ে মুগ্ধ হয়ে প্রশংসা করেছেন। অনেক ভক্তই পড়শীকে অভিনয়ে নিয়মিত হওয়ার অনুরোধ করছেন।

কিন্তু পড়শী কী ভাবছেন? জানতেই কথা হলো তাঁর সঙ্গে। পড়শী বলেন, ‘এত সাড়া পাব, সত্যিই আশা করিনি। কয়েক বছর আগে ডলি সায়ন্তনী আপুর সঙ্গে একটি টেলিফিল্মে অভিনয় করেছিলাম, তাঁর ছোট বোনের চরিত্রে। এরপর অনেক নাটকে কাজের প্রস্তাব পেয়েছি। কিন্তু ভালো লাগেনি গল্প, চরিত্র। আরটিভির সিইও আশিক ভাই বিশেষভাবে অনুরোধ করায় এবার কাজটি করেছি। একটি নাটকের পুরো গল্পটা আমাকে টানতে হবে, এটা নিয়ে একটু ভয়ে ছিলাম। পরিচালক বাবু ভাই আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। আম্মু সাহস দিয়েছেন। সব মিলিয়ে ভালো যে হয়েছে, তা এখন বুঝতে পারছি।’

অভিনয়ে নিয়মিত হবেন কি না জানতে চাইলে পড়শী বলেন, ‘একটা দুটো করে বেশ কয়েকটি কাজ করে ফেললাম। সিনেমায়ও কাজ করেছি। গল্প আর চরিত্র যদি মনের মতো হয়, তাহলে নিয়মিত অভিনয়ে আপত্তি নেই। অবশ্যই ভালো গল্পে কাজ করার ইচ্ছে আছে। এমন কাজ, যেগুলো অভিনয়ে আমার সিগনেচার হয়ে থাকবে।’

এবার ঈদে ৫টি নাটকে গান গেয়েছেন পড়শী। মহিদুল মাহিম পরিচালিত ‘নসিব’ নাটকে পড়শী গেয়েছেন ‘একটা গল্প শোন’ শিরোনামের নাম। সহশিল্পী ছিলেন আভরাল সাহির। গানটি লিখেছেন এম এ আলম শুভ। ‘হাঙর’ নাটকে গেয়েছেন ‘আকাশ হব তোমার’, গানের কথা, সুর-সংগীত ও দ্বৈতকণ্ঠ দিয়েছেন আভরাল সাহির। জাকারিয়া সৌখিন পরিচালিত ‘ওয়েডিং’ নাটকে আভরাল সাহিরের সঙ্গে জুটি হয়ে গেয়েছেন ‘পারব না’। এটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। মহিদুল মহিম পরিচালিত ‘প্রিয়জন’ নাটকে পড়শী ও সাগর গেয়েছেন ‘তবে চল বলি এই পৃথিবীটাকে’ শিরোনামের গান। স্নেহাশিস ঘোষের লেখা গানটির সুর করেছেন ইমরান।

‘মারিয়া ওয়ান পিস’ নাটকেও ‘এই প্রথমবার’ গানে কণ্ঠ দিয়েছেন পড়শী। গানের কথা লিখেছেন এম এ আলম শুভ। সুর-সংগীতে আভরাল সাহির।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন