বিনোদন প্রতিবেদক, ঢাকা
ঢালিউডে তারকা-পুত্রদের তুলনায় তারকা-কন্যার সংখ্যা খুবই কম। কেন তারকাদের মেয়েরা মিডিয়াতে ক্যারিয়ার গড়েন না, বছর দুয়েক আগে এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন চিত্রনায়িকা মৌসুমী। তানভীর তারেকের নেওয়া সেই সাক্ষাৎকারের ক্লিপস নিয়ে সম্প্রতি আবার আলোচনা হচ্ছে। সেখানে মৌসুমী বলেন, ‘ছেলে বাচ্চাদের (মিডিয়ায় আসার) ব্যাপারে কারও তেমন কোনো সমস্যা নেই। .. কিন্তু মেয়ে কখনো যদি হিরোইন হতে চায়, সেটা নিয়ে সবাই একটু (অমত পোষণ করেন)।’
উদাহরণ হিসেবে মৌসুমী নিয়ে আসেন চিত্রনায়ক আলমগীরের সন্তান আঁখি আলমগীরের নাম। গায়িকা হিসেবে জনপ্রিয়তা পেলেও আঁখির ক্যারিয়ার শুরু হয়েছিল অভিনয় দিয়ে। ‘ভাত দে’ সিনেমায় অভিনয় করে শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন আঁখি। তবে বড় হওয়ার পর আর অভিনয়ের পথ মাড়াননি তিনি। বিষয়টি নিয়ে মৌসুমী বলেন, ‘আঁখি আলমগীর খুব সম্ভাবনাময় ছিল।
ওকে কিন্তু ভাইয়া (আলমগীর) কাজ করতে দেননি। ও খুবই সুন্দর একটা সুইট ফেস ছিল। আমরা ভালো একজন নায়িকা পেতাম।’
মৌসুমী বলেন, ‘চম্পা আপার মেয়েও অনেক কিউট। চম্পা আপা ওকে কখনো এদিকে এনকারেজ করেননি। তো, দেখা যায় যে, আমাদের অনেকেরই বাচ্চা (মেয়ে) আছে, যাদের আগ্রহ থাকার পরও সিনেমায় আসতে দেওয়া হয়নি। কেন যেন আর্টিস্ট হওয়ার ব্যাপারে সবার বাধা।’
বিনোদন সম্পর্কিত আরও খবর পড়ুন: