হোম > ছাপা সংস্করণ

তারকা-কন্যারা যে কারণে নেই সিনেমায়

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ঢালিউডে তারকা-পুত্রদের তুলনায় তারকা-কন্যার সংখ্যা খুবই কম। কেন তারকাদের মেয়েরা মিডিয়াতে ক্যারিয়ার গড়েন না, বছর দুয়েক আগে এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন চিত্রনায়িকা মৌসুমী। তানভীর তারেকের নেওয়া সেই সাক্ষাৎকারের ক্লিপস নিয়ে সম্প্রতি আবার আলোচনা হচ্ছে। সেখানে মৌসুমী বলেন, ‘ছেলে বাচ্চাদের (মিডিয়ায় আসার) ব্যাপারে কারও তেমন কোনো সমস্যা নেই। .. কিন্তু মেয়ে কখনো যদি হিরোইন হতে চায়, সেটা নিয়ে সবাই একটু (অমত পোষণ করেন)।’

উদাহরণ হিসেবে মৌসুমী নিয়ে আসেন চিত্রনায়ক আলমগীরের সন্তান আঁখি আলমগীরের নাম। গায়িকা হিসেবে জনপ্রিয়তা পেলেও আঁখির ক্যারিয়ার শুরু হয়েছিল অভিনয় দিয়ে। ‘ভাত দে’ সিনেমায় অভিনয় করে শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন আঁখি। তবে বড় হওয়ার পর আর অভিনয়ের পথ মাড়াননি তিনি। বিষয়টি নিয়ে মৌসুমী বলেন, ‘আঁখি আলমগীর খুব সম্ভাবনাময় ছিল।

ওকে কিন্তু ভাইয়া (আলমগীর) কাজ করতে দেননি। ও খুবই সুন্দর একটা সুইট ফেস ছিল। আমরা ভালো একজন নায়িকা পেতাম।’
মৌসুমী বলেন, ‘চম্পা আপার মেয়েও অনেক কিউট। চম্পা আপা ওকে কখনো এদিকে এনকারেজ করেননি। তো, দেখা যায় যে, আমাদের অনেকেরই বাচ্চা (মেয়ে) আছে, যাদের আগ্রহ থাকার পরও সিনেমায় আসতে দেওয়া হয়নি। কেন যেন আর্টিস্ট হওয়ার ব্যাপারে সবার বাধা।’

তবে ব্যতিক্রম হিসেবে দীঘির কথা উল্লেখ করেন মৌসুমী। দীঘিকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে তাঁর মা অভিনেত্রী দোয়েলের প্রাণান্তকর চেষ্টার কথা উল্লেখ করে মৌসুমী বলেন, ‘দোয়েল আপা আমাকে বলেছেন, ‘‘আমার খুব ইচ্ছা। আমি নিজে যা মেইনটেইন করতে পারিনি। এত সাপোর্ট পেয়েও আমি আমার জায়গাটা ধরে রাখতে পারিনি। এটা আমি দীঘির মধ্যে দেখতে চাই।’’ .. আমার খুব ভালো লেগেছিল এটা শুনে। একটা মেয়ে বাচ্চাকে নিয়ে যখন এমন প্ল্যান করা হয়, তাকে একদম ছেড়ে না দিয়ে, তার সঙ্গে সাপোর্টিভ হয়ে যদি একটা কিছু করা যায়, ডেফিনেটলি একটা ভালো রেজাল্ট আসে।’

নিজের ছেলে ফারদিন এহসান স্বাধীনকে নায়ক হওয়ার ব্যাপারে উৎসাহিত করেছিলেন মৌসুমী। তবে স্বাধীন অভিনয়ের চেয়ে নির্মাণের দিকে বেশি উৎসাহী ছিলেন। কয়েকটি টেলিফিল্মও নির্মাণ করেছেন। অন্যদিকে মেয়ে ফাইজার অভিনয়ের প্রতি আগ্রহ ছিল না বলে জানান মৌসুমী।

বিনোদন সম্পর্কিত আরও খবর পড়ুন:

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন