হোম > ছাপা সংস্করণ

৪৪ ‘মৃত্যুফাঁদ’ রেখেই সড়কের কাজ শেষ

তাসনীম হাসান, চট্টগ্রাম

সড়ক ফাঁকা পেয়ে নিমতলা থেকে কিছুটা দ্রুতগতিতেই অটোরিকশা চালিয়ে আসছিলেন চালক জাহাঙ্গীর আলম। কিন্তু বড়পোল এলাকায় আসতেই হঠাৎ দেখেন সড়কের প্রায় মাঝখানে দাঁড়িয়ে আছে দুই হাত উচ্চতার প্রতিবন্ধকতা। কিছু বুঝে ওঠার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে সেই প্রতিবন্ধকতায় ধাক্কা খায় গাড়িটি। যাত্রী না থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও বেশ ক্ষতিগ্রস্ত হয় অটোরিকশাটি। হাতে-পায়ে আঘাত পান চালক। গত শুক্রবার রাতে ঘটে যাওয়া এমন দুর্ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে বন্দর নগরী চট্টগ্রামের পোর্ট কানেকটিং (পিসি) সড়কে। পিসি নিয়মিত দুর্ঘটনার মূল কারণ সড়কের মাঝখানে রয়ে যাওয়া বিভিন্ন পরিষেবা লাইনের গেট বাল্ব।

প্রায় পাঁচ বছর ধরে চলমান পিসি সড়কের কাজ প্রায় ৯০ শতাংশ শেষ হয়েছে। এখন কিছু জায়গায় পিচ ঢালাই বাকি আছে। আগামী দেড় মাসের মধ্যে সড়কটি পুরোপুরি চালু করে দেওয়ার আশা করছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম সিটি করপোরেশন। কাজ শেষের দিকে হলেও চট্টগ্রাম ওয়াসা, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি (কেজিডিসিএল) ও বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সংযোগ লাইনের গেট বাল্বগুলো রয়ে গেছে সড়কের মাঝখানেই। সড়কের সাগরিকা মাজার মোড় থেকে বড়পোল পর্যন্ত প্রায় তিন কিলোমিটারের মধ্যেই আছে এমন ৪৪টি গেট বাল্ব। এসব বাল্বের বেশ কিছুর উচ্চতা দুই থেকে তিন ফুট। এই গেটবাল্বগুলোর বেশ কিছু উন্মুক্ত। সেগুলোতে কাঠ ঠুকিয়ে রাখা হয়েছে।

দীর্ঘদিন ধরে সড়কের উন্নয়নকাজ চলায় অসহনীয় যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছিল হালি শহরবাসীকে। বর্ষাকালে ভাঙা সড়কের কষ্ট আর শুষ্ক মৌসুমে সইতে হয়েছে ধুলার যন্ত্রণা। সে জন্য চট্টগ্রামের ‘লাইফ লাইন’খ্যাত সড়কটি পরিচিত পেয়েছিল ‘চট্টগ্রামের

দুঃখ’ হিসেবে। এখন সড়কের কাজ শেষ হলেও সুফল পুরোপুরি মিলছে না। সড়কের মধ্যে এসব ‘মৃত্যুফাঁদ’ পোঁতা থাকায় রাতের দিকে দুর্ঘটনা ঘটছে। আর দিনে লেগে থাকছে যানজট।

সরেজমিনে সাগরিকা মাজার মোড় থেকে বড়পোল পর্যন্ত ঘুরে দেখা যায়, চার লেনের সড়কের পূর্বপাশে ওয়াসা, বিটিসিএল ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের নয়টি গেট বাল্ব সড়কের ওপর রয়ে গেছে। তবে পশ্চিমাংশে গেট বাল্বের সংখ্যা এর চারগুণ। তিন কিলোমিটারের এই সড়কে ৩৫টি গেট বাল্ব রয়েছে। এর মধ্যে বড়পোলের কমিউনিটি চক্ষু হাসপাতালের সামনে প্রায় মাঝখানে তিনটা বড় গেট বাল্ব। এসব বাল্বের উচ্চতা প্রায় তিন ফুট। দৈর্ঘ্য-প্রস্থে ৫ বাই ৫ হাত। এই গেট বাল্বের কারণে সড়কে গাড়ি স্বাভাবিক গতিতে চলতে পারছিল না।

সেখানে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশের কনস্টেবল মতিয়ার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এসব গেট বাল্বগুলো দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। যানজট তো আছেই। অথচ এগুলো না থাকলে এই জায়গায় ট্রাফিক পুলিশের দরকার পড়ত না।’

এসব গেট বাল্বে নিয়মিত গাড়ি দুর্ঘটনার শিকার হচ্ছে বলে জানিয়েছেন ওই এলাকার দোকানি মোহাম্মদ স্বপন আলম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতি রাতে দুই-তিনটা গাড়ি দুর্ঘটনায় পড়ছে। এতে অনেকেই আহত হয়েছেন। গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।’

ওই সড়ক দিয়ে ট্রাক চালিয়ে বন্দরের দিকে যাচ্ছিলেন মোহাম্মদ শফিক। তিনি বলেন, ‘গেট বাল্বগুলোর কারণে সব সময় আতঙ্কে থাকতে হয় কখন দুর্ঘটনায় পড়ি।’

গেট বাল্বগুলো রেখে কেন সড়কের কাজ শেষ করা হচ্ছে জানতে চাইলে প্রকল্প পরিচালক আনোয়ার জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘এসব গেট বাল্ব সরাতে ওয়াসা, কেজিডিসিএল ও বিটিসিএলকে কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে। বারবার যোগাযোগ করেছি। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। এখন সড়কের প্রায় ৯০ শতাংশ কাজ শেষ। আর এসব বাল্ব আমরাও সরাতে পারছি না। কেননা এসব বাল্ব অনেক লাইনের সঙ্গে সংযুক্ত। সংস্থাগুলোর নিজস্ব প্রযুক্তিতে এগুলো সরাতে হবে।’

তবে গেট বাল্বগুলো সরাতে সিটি করপোরেশন কোনো চিঠি দেয়নি বলে জানিয়েছেন ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ। তিনি বলেন, ‘ওয়াসাসহ অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে যেখানে গেট বাল্ব আছে, সেখানে সড়কের উচ্চতা তার সমান করে মিশিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু এখনো কেন রয়ে গেছে জানি না।’

সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতা ও দায়বদ্ধতার অভাবেই এমন জনদুর্ভোগ হচ্ছে বলে মন্তব্য করেছেন সচেতন নাগরিক কমিটি, চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার। তিনি বলেন, ‘গেট বাল্বগুলো সড়কের ওপর রেখে দিয়ে কাজ শেষ করলে মানুষ তো সুফলের বদলে বড় ধরনের দুর্ঘটনার শিকার হবে।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন