মেহেরপুরের গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা ও ব্যবসায়ী আনোয়ার হোসেন রবিনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গত সোমবার বেলা ২টার দিকে গাংনী মাদ্রাসা মার্কেটের নিজ দোকানে তাঁর ওপর এ হামলা হয়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার মামলা হয়েছে।
রবিন গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জালাল উদ্দীনের ছেলে ও যুবলীগ নেতা জুবায়ের হোসেন উজ্জলের ছোট ভাই। উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানায় স্থানীয় একটি সূত্র।
এদিকে, হামলার পরপরই আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা গাংনী বাজার বাসস্ট্যান্ডে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। পরে নবনির্বাচিত সভাপতি ও সাংসদ মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এবং সাধারণ সম্পাদক মখলেচুর রহমান মুকুল বিক্ষুব্ধ নেতা–কর্মীদের শান্ত করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রবিন বলেন, মাদ্রাসা মার্কেটের নিজ দোকানে বসে থাকার সময় পৌরসভার ভিটাপাড়ার হাবিবুর রহমানের নেতৃত্বে ৭ থেকে ৮ জনের একটি দল অস্ত্রশস্ত্র নিয়ে আমার ওপর অতর্কিত হামলা করে। গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। হামলার ঘটনায় মামলা করেছেন বলে জানান তিনি।
অভিযুক্ত হাবিবুর রহমানের মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তা বন্ধ পাওয়ায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক সীমা জানান, রবিনের মাথায় গুরুতর আঘাত পেয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন অংশে ক্ষত রয়েছে।
হামলার সংবাদ পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেন।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেন, বর্তমানে পরিস্থিত শান্ত রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।