নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরে পানিতে ডুবে মাহমুদুল্লাহ নামে ১৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত সোমবার দুপুরে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের দিঘরসহিলাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা ও উপজেলার সান্দিকোনা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের (স্কুল অ্যান্ড কলেজ) কর্মচারী জানফর আলীর দুই মেয়ে ও এক ছেলের মধ্যে মাহমুদুল্লাহ্ ছিল সবার ছোট।
গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সে বাড়ির আঙিনায় খেলা করছিল। এ সময় শিশুটির বাবা কর্মস্থলে এবং মা সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে মাহমুদুল্লাহ্ বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে ওই পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক কামরুল কবীর ভূঁইয়া জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। একমাত্র ছেলেকে হারিয়ে সহকর্মী জানফর আলী ও তাঁর পরিবারের সদস্যরা পাগলপ্রায়। কেন্দুয়া থানার উপপরিদর্শক আনিসুর রহমান জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।