কাউনিয়া প্রতিনিধি
কাউনিয়া উপজেলার তকিপল বাজারে লাইসেন্স ছাড়া ওষুধ ও গোখাদ্য বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকালে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা তারিন। অভিযানে সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনজিৎ কুমার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার তকিপল বাজারে সাইদুল ইসলাম ও শফিকুল ইসলাম কোনো প্রকার লাইসেন্স ছাড়াই ওষুধ ও গোখাদ্য বিক্রি করে আসছিলেন। সোমবার অভিযানকালে ওই দুই ব্যবসায়ীর প্রত্যেকের এক হাজার করে টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা তারিন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।