টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস আজ ১১ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে বাংলার দামাল সূর্যসন্তানেরা পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত করে টাঙ্গাইল। মুক্তিযুদ্ধের কোম্পানি কমান্ডার বর্তমান কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক প্রথম টাঙ্গাইল সদর থানায় স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। এদিন মানুষ জয়ের আনন্দে রাস্তায় বেরিয়ে আসেন। জয় বাংলা স্লোগানে মুখরিত হয় সারা জেলা।
যুদ্ধের সময় টাঙ্গাইলের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতার কাহিনি দেশের সীমানা পার হয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছিল। তাই প্রতি বছরের মতো আজও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে। টাঙ্গাইল জেলা প্রশাসন, টাঙ্গাইল পৌরসভা ও জেলা আওয়ামী লীগ নানা কর্মসূচি হাতে নিয়েছে। এ দিনে সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। পরে কবুতর ও বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হবে। তারপর মুক্তিযোদ্ধা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হবে।