গোলাপগঞ্জ প্রতিনিধি
গোলাপগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শাহাদাত হোসেন (২৮) নামে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। গত রোববার উপজেলার খর্দাপাড়া তলাহাল গ্রামে এই ঘটনা ঘটে। মৃত শাহাদাত হোসেন ব্যক্তি ফেনীর সোনাগাজী উপজেলার হামিদ মাঝিবাড়ী গ্রামের মৃত নুরুল হকের ছেলে।
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর গোলাপগঞ্জ জোনাল অফিসের লাইনম্যান শাহাদাত হোসেন খর্দাপাড়া তলাহাল গ্রামে লাইনে কাজ করতে যান। এ সময় তিনি বিদ্যুতায়িত হন। তাঁকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।