সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে উঠান বৈঠক ও কিশোর কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সিলাম ইউনিয়নে সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এই আয়োজন করা হয়। সিলাম ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক চিত্তরঞ্জন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তপন কান্তি ঘোষ।
এ সময় তপন কান্তি ঘোষ বলেন, ‘সরকার সব নাগরিকের জন্য উন্নতমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়। এ লক্ষ্যে ১৮ ডিসেম্বর থেকে সেবা সপ্তাহ ঘোষণা করা হয়েছে। আমরা আমাদের অন্তঃসত্ত্বা ও কিশোরী কিশোরীদের পরিবার পরিকল্পনা বিভাগের সেবাসমূহ সম্পর্কে অবগত করে যাচ্ছি। এ ব্যাপারে সংশ্লিষ্টদের সহযোগিতা প্রয়োজন।’
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানদা রঞ্জন তালুকদার, বিভা রাণী দত্ত, শেখ তাওহীদা রহমান, নাজমীন ইয়াসমিন পান্না, শিরিনা আক্তার, নয়ন নাইভো প্রমুখ।