Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

৮৯% মৃত্যুর ঝুঁকি কমায় ফাইজারের করোনার ওষুধ

রয়টার্স, লন্ডন

৮৯% মৃত্যুর ঝুঁকি কমায় ফাইজারের করোনার ওষুধ

ব্রিটেনে গত বৃহস্পতিবার অনুমোদন পেয়েছে মার্কিন কোম্পানি মের্কের করোনার মুখে খাওয়ার ওষুধ। এর এক দিন যেতে না যেতেই আরেক মার্কিন কোম্পানি ফাইজার তাদের ওষুধের ট্রায়ালের তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ফাইজারের মুখে খাওয়ার ওষুধ করোনা আক্রান্ত বয়স্কদের হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর ঝুঁকি ৮৯ শতাংশ কমাতে পারে। গতকাল এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে ট্রায়ালের ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি।

করোনায় ঝুঁকি কমানোর এ হার মের্ক এবং রিজব্যাক বায়োথেরাপিউটিকসের তৈরি ওষুধ মলনুপিরাভিরের চেয়ে প্রায় ৪০ শতাংশ বেশি। মলনুপিরাভিরের ট্রায়াল বলছে, এ ওষুধে করোনায় মৃত্যু এবং হাসপাতালে ভর্তির ঝুঁকি ৫০ শতাংশ কমে। এদিকে, ফাইজার জানিয়েছে, ট্রায়ালের এ ফল তারা দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) কাছে পাঠাবে। ইতিমধ্যেই জরুরি ব্যবহারের জন্য গত মাসে আবেদন করে রেখেছে প্রতিষ্ঠানটি।

ফাইজারেরই এ ওষুধ আসলে তাদেরই পুরোনো ওষুধ রিটুনাভিরের সঙ্গে সমন্বয় করে বানানো। নাম দেওয়া হয়েছে প্যাক্সলোভিড। এটি মূলত তিনটি ওষুধের একটি সমন্বয়, খেতে হয় দিনে দুইবার করে।

ট্রায়ালে মোট ১ হাজার ২১৯ জন স্বেচ্ছাসেবী অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে করোনার মৃদু এবং মাঝারি উপসর্গ ছিল। দিনে দুইবার তিনটি করে প্যাক্সলোভিড খেতে দেওয়া হয়। ২৮ দিন পর্যন্ত এ চিকিৎসা চলে। এরপর দেখা যায় প্রায় সবাই করোনা থেকে সুস্থ হয়েছেন। তিন দিন পর মাত্র দশমিক ৮ শতাংশকে ভর্তি করতে হয়েছে হাসপাতালে। ফাইজার বলছে, তাঁদের ট্রায়ালের ফল এতটাই ভালো ছিল, সময় শেষ হওয়ার আগেই ট্রায়াল বন্ধ করে দেওয়া হয়।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ