হোম > ছাপা সংস্করণ

দখলমুক্ত হলো কুমার নদে জেগে ওঠা চর

মাদারীপুর প্রতিনিধি

অভিযান চালিয়ে মাদারীপুরের কুমার নদে জেগে ওঠা চর দখলমুক্ত করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের স্লুইসগেট এলাকায় উচ্ছেদ অভিযান চালান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনউদ্দিন। অভিযোগ রয়েছে, সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সোহরাব খান প্লট বিক্রির পরিকল্পনা করে কুমার নদের জায়গা ভরাট করে দখল করে ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ব্রিটিশ আমলে মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া মৌজার কুমার নদের ওপর একটি স্লুইসগেট নির্মাণ করা হয়। পরে সেই স্লুইসগেটটির কার্যক্রম পলি পড়ে বন্ধ হয়ে যায়। এতে নদের গতিপথ পরিবর্তন হয়ে যায়। আর সেই সুযোগ কাজে লাগিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সোহরাব খান কুমার নদের জেগে ওঠা চরের এক একর জমি মাটি দিয়ে ভরাট করেন। স্থানীয়ভাবে অভিযোগ পাওয়া যায় চেয়ারম্যানের পরিকল্পনা ছিল নদের পাড়ে প্লট বানিয়ে তা বিক্রি করার। এই বিষয়টি জানতে পেরে ইউনিয়নের তহশিলদার লিখিতভাবে মাদারীপুরের জেলা প্রশাসনকে জানান। গতকাল ঘটনাস্থলে যান ইউএনও মো. মাইনউদ্দিন। তিনি ঘটনার সত্যতা পেলে ভেকু মেশিন দিয়ে নদের পাড়ের বাঁধ ভেঙে দেন। অভিযানে আরও ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলামসহ অন্যরা।

এ ব্যাপারে অভিযুক্ত মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব খান বলেন, ‘আমি রাজনৈতিক প্রতিপক্ষের লোকজনের মিথ্যা অভিযোগের শিকার হয়েছি। প্রতিপক্ষ আমার বিরুদ্ধে গুজব ছড়িয়েছে। আমি প্লট করার জন্য ভরাট করেনি। ভরাট করা জায়গাটিতে ফুলের বাগান নির্মাণ করার পরিকল্পনা ছিল।’

ইউএনও মো. মাইনউদ্দিন বলেন, যাঁরা সরকারের অনুমতি ছাড়া কুমার নদের জায়গা দখলে জড়িত ছিলেন তাঁদের নাম তালিকাভুক্ত করা হচ্ছে। পাশাপাশি অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন