মহান বিজয় দিবস ও স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম ও চকবাজার প্যারেড মাঠে রয়েছে পৃথক আয়োজন। এসব অনুষ্ঠান ঘিরে নগরীর ব্যস্ততম সাতটি সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে। গতকাল মঙ্গলবার এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক দক্ষিণ বিভাগের পক্ষ থেকে পৃথক নির্দেশনা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে এম এ আজিজ স্টেডিয়ামে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠান ও প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান পালিত হবে। এ দিন সকাল সাতটা থেকে নির্দেশনায় উল্লেখিত সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ থাকবে। পরদিন ১৭ ডিসেম্বর স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদ্যাপন ঘিরে উন্মুক্ত বিজয় কনসার্ট আয়োজন করা হয়েছে। এ দিন বিকেল ৩টা থেকে নির্ধারিত সড়কগুলো দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকবে।
বন্ধ থাকা সড়কগুলো হচ্ছে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামমুখী সড়ক ইস্পাহানি মোড় থেকে কাজীর দেউড়ি, সিআরবি কাঠের বাংলো থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, আটমার্সিং ও নেভাল ক্রসিং থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
এ সময় অনুষ্ঠানে আগত যানবাহনগুলো ইস্পাহানি মোড়, কাজীর দেউড়ি, নেভাল ক্রসিং মোড়গুলো ড্রপিং জোন হিসেবে ব্যবহার করতে পারবে। এ ছাড়া ওয়াসা মোড় সংলগ্ন জামিয়াতুল ফালাহ্ মসজিদ মাঠ ও পলোগ্রাউন্ড মাঠে যানবাহনগুলো প্রধান পার্কিং হিসেবে ব্যবহার করতে পারবে বলে নির্দেশনায় বলা হয়েছে।
এ দিকে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) প্যারেড মাঠে পৃথকভাবে বিজয় দিবস ও স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উদ্যাপন করছে। ওই দিন সকাল ৭টা থেকে চকবাজার থানাধীন গোলজার মোড় থেকে গণি বেকারি ও প্যারেড মাঠের উত্তর ও পূর্ব পাশের যান চলাচল বন্ধ থাকছে। এ সময় অনুষ্ঠানে আগত যানবাহনগুলো সরকারি মহসিন কলেজের মাঠে পার্কিং করতে পারবে বলে জানানো হয়।