হোম > ছাপা সংস্করণ

কলকাতার কনসার্টে গাইবেন জেমস

বিনোদন প্রতিবেদক, ঢাকা

গত ২ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক মঞ্চে গান গাওয়ার কথা ছিল বাংলাদেশের নগরবাউল জেমস ও কলকাতার ব্যান্ড ফসিল্‌সের। অনিবার্য কারণবশত কনসার্টটি পিছিয়ে ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। কিন্তু লন্ডনে কনসার্ট থাকায় ওই তারিখে মঞ্চে পাওয়া যায়নি জেমসকে। এবার এক মঞ্চে পাওয়া যাবে নগরবাউল জেমস ও ফসিল্সকে। তবে ঢাকায় নয়, কলকাতার মঞ্চে। আগামী ৩ মার্চ নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে শোনা যাবে তাঁদের গান।

‘পুজোওয়ালাদের গান পুজোয়, দুই বাংলার মেলবন্ধন’ শিরোনামের কনসার্টটির আয়োজন করছে ফোরাম ফর দুর্গোৎসব। কনসার্ট শুরু হবে ওই দিন বিকেল ৫টা ৩০ মিনিটে।

পশ্চিমবঙ্গ তো বটেই, সারা ভারতেই জেমসের ভক্ত-অনুরাগীর অভাব নেই। বিশেষ করে ‘গ্যাংস্টার’ সিনেমার ‘না জানি কোয়ি’ গানের সুবাদে জেমসের গাওয়া গান সারা ভারতের গানপ্রিয় মানুষের মুখে মুখে ফিরেছে। এবার প্রায় চার বছর পর কলকাতায় গান শোনাতে যাচ্ছেন জেমস। জানা গেছে, আগামী ২ মার্চ কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়বেন জেমস। ৩ মার্চ সন্ধ্যায় উঠবেন কনসার্ট মঞ্চে। কনসার্ট শেষে পরদিন ৪ মার্চ ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।

১৯৯৮ সালে আত্মপ্রকাশ করে গায়ক রূপম ইসলামের প্রতিষ্ঠিত রক ব্যান্ড ফসিলস। ফসিলসের আত্মপ্রকাশের পর পশ্চিমবঙ্গে রক মিউজিক নতুনভাবে প্রাণ ফিরে পায়। সংগীতে নিজের সাফল্যের পেছনে বাংলাদেশের ব্যান্ডশিল্পীদের প্রতি নানা সময়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রূপম ইসলাম। ২০১১ সালে দেশ টিভির এক অনুষ্ঠানে গাইতে এসে রূপম বলেছিলেন, ‘আমার অ্যালবাম প্রথম হিট হয়েছিল বাংলাদেশে।’ গায়ক রূপম ইসলাম নিজেও জেমসের গানের ভক্ত।

আয়োজকেরা আশা করছেন, জনপ্রিয় দুই শিল্পীর গানে গানে দুই বাংলার মেলবন্ধনের সাক্ষী হবেন হাজার হাজার দর্শক।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন