Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বেড়েছে মুরগি ও ডিমের দাম, বিপাকে ক্রেতা

আগৈলঝাড়া প্রতিনিধি

বেড়েছে মুরগি ও ডিমের দাম, বিপাকে ক্রেতা

আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে ব্রয়লারসহ সব ধরনের মুরগির দাম। বাজারে দেশি ও ব্রয়লার মুরগি সরবরাহ কম থাকার অজুহাতে ব্যবসায়ীরা মুরগির দাম বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ ক্রেতাদের । গত কয়েক দিনে ব্রয়লার মুরগিসহ সব ধরনের মুরগির দাম কেজিতে ২০-৫০ টাকা পর্যন্ত বেড়েছে। এদিকে ব্রয়লার মুরগির ডিমের দামও বেশ বেড়েছে। প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৪৫ টাকা করে।

উপজেলার কয়েকটি বাজারে গিয়ে দেখা গেছে, ব্যবসায়ীরা ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি করছেন ১৬০ থেকে ১৭৫ টাকায়। যা এক সপ্তাহ আগে ছিল ১৫০ থেকে ১৫৫ টাকা। কক, লেয়ার বা সোনালি মুরগির দামও দফায় দফায় বেড়েছে। ২১০ থেকে ২৩০ টাকা কেজি বিক্রি হওয়া সোনালি ও লেয়ার মুরগির দাম কয়েক দফা বেড়ে এখন ২৯০ থেকে ৩২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

মুরগি খামারি শাওন শরীফ বলেন, ‘আমরা পোলট্রি খামার করে বছরের পর বছর লোকসান গুনছি। অথচ দাম যখন বাড়ছে, তখন এর সুফল ঘরে তুলতে পারছি না।’

গৈলা বাজারের ব্যবসায়ী খালেক বেপারী জানান, মুরগির বাচ্চা ও খাদ্যের দাম অস্বাভাবিক বাড়ায় খামারে সব ধরনের মুরগির উৎপাদন কম হচ্ছে। করোনাকালীন এমনিতেই অনেক খামার বন্ধ হয়ে গেছে। এরপরও যেসব খামারি পুনরায় কাজ শুরু করতে চাইছেন তাদের জন্য মুরগির খাদ্যের দাম বাধা হয়ে দাঁড়িয়েছে।

মুরগি কিনতে আসা রুনু বেগম জানান, ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করছে ও সরবরাহ কম এই অজুহাতে দাম বাড়িয়ে বিক্রি করছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ