Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

স্বাস্থ্যকর্মী নিয়োগে অনিয়ম

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি

স্বাস্থ্যকর্মী নিয়োগে অনিয়ম

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি বা স্বাস্থ্যকর্মী) নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়োগবঞ্চিত দুই প্রার্থীর বাবা নাজির আহমদ গত মঙ্গলবার স্বাস্থ্যসচিব বরাবর ডাকযোগে অভিযোগ পাঠিয়েছেন। কমিউনিটি বেইজড হেলথ কেয়ারের (সিবিএইচসি) লাইন ডিরেক্টরের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন তিনি। অভিযোগের অনুলিপি সিলেট সিভিল সার্জন এবং কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকেও দেওয়া হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, চলতি বছরের ৫ এপ্রিল সিবিএইচসির ও সিএইচসিপির শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে শূন্য পদের বিপরীতে ওই ওয়ার্ডের বাসিন্দা নাজির আহমদের এক ছেলে ও এক মেয়ে আবেদন করেন। উপজেলার তেলিখাল ও ইছাকলস ইউনিয়নের তিনটি কমিউনিটি ক্লিনিকের জন্য সিএইচসিপি পদে নিয়োগ পরীক্ষা গত ১১ নভেম্বর অনুষ্ঠিত হয়। পরদিন ১২ নভেম্বর হয় মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষায় দুই ইউনিয়নের তিনটি কমিউনিটি ক্লিনিক মিলিয়ে ৫৬ জন অংশ নেন। কিন্তু চূড়ান্ত নিয়োগের ফল প্রকাশিত হলে দেখা যায়, তেলিখাল ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি পদে অন্য ইউনিয়নের বাসিন্দাকে নিয়োগ দেওয়া হয়েছে। অথচ নিয়োগবিধিতে বলা হয়েছিল, আবেদনকারীকে সংশ্লিষ্ট ওয়ার্ড ও ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামরুজ্জামান রাসেল বলেন, নিয়োগ-সংক্রান্ত অনিয়ম হয়ে থাকলে বিষয়টি সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগ দেখবে। তবে সংশ্লিষ্ট ইউনিয়নের কেউ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ না হলে অন্য ইউনিয়ন থেকে নিয়োগ দেওয়া যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ