Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

প্রতিবন্ধী শিক্ষার্থীরা পাচ্ছে নতুন ভবন

রাঙামাটি প্রতিনিধি

প্রতিবন্ধী শিক্ষার্থীরা পাচ্ছে নতুন ভবন

রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসনকেন্দ্রের শিক্ষার্থীদের জন্য নতুন ভবন নির্মাণের ঘোষণা দিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। গতকাল বুধবার প্রতিবন্ধী শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। ‘ঐতিহাসিক ৭ মার্চ’ উপলক্ষে গতকাল এই পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি বলেন, ‘প্রতিবন্ধীরা বোঝা নয়, তারা দেশের সম্পদ। প্রতিবন্ধী স্কুলের উন্নয়ন কর্মকাণ্ডে জেলা পরিষদের পক্ষ থেকে সুনজর থাকবে। শিক্ষার্থীদের জন্য একটি নতুন ভবন নির্মাণে শিগগির প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

৭ মার্চ বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, ‘ঐতিহাসিক ৭ মার্চ বাঙালি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল এই দিনে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই; যা জাতি হিসেবে আমাদের কৃতজ্ঞতার সঙ্গে আজীবন স্মরণ রাখতে হবে’।

অনুষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান। এর আগে তিনি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসনকেন্দ্রের আশপাশ ঘুরে দেখেন। এ সময় তিনি কেন্দ্রের বিভিন্ন সীমাবদ্ধতার বিষয়ে খোঁজখবর নেন। পরে জেলা পরিষদ থেকে দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসনকেন্দ্রের সম্পাদক নুরুল আবছার, জেলা পরিষদের সাবেক সদস্য আনোয়ারা জসিম, রাঙামাটি বধির সমিতির সভাপতি কানু দাশ, প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষকসহ শিক্ষার্থী ও অভিভাবকেরা।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ