পাইকগাছা ও কয়রা নিয়ে প্রস্তাবিত সুন্দরবন জেলার দাবি করে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় পাইকগাছা প্রেসক্লাবে সুন্দরবন জেলা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আবু সাইদের সভাপতিত্বে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি জি এ সবুর।
শেখ সাদেকুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ছাত্র নেতা রফিকুল ইসলাম রফিক, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এফ এম এ রাজ্জাক, খন্দকার হারুনর রশিদ, আসলাম পারভেজ, শেখ বেনজির আহম্মেদ লাল প্রমুখ।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জি এ সবুর। বক্তব্যে তিনি বলেন, ভৌগোলিক দিক থেকে বাংলাদেশের বেশিরভাগ জেলার সঙ্গে দূরত্ব ৩৫ থেকে ৫০ কিলোমিটার। কয়রা উপজেলা থেকে খুলনা সদর ১২০ কিলোমিটার এবং পাইকগাছা থেকে ৬৮ কিলোমিটার। দুই উপজেলার ১৭টি ইউনিয়ন ৮ লক্ষ মানুষের বসবাস। এর আয়তন ২৩১৬.০২ কিলোমিটার।
এ নিয়ে ১৯৮২ সালে কয়রার জায়গীরমহলের এক জনসভায় তৎকালীন রাষ্ট্রপতি ও বিচারপতি আব্দুস সাত্তার মহকুমার ঘোষণা দেন। সে সময় মহাকুমাগুলো জেলায় পরিণত হওয়ায় সংগত কারণে পাইকগাছা-কয়রাকে আজ জেলা দাবি রাখে।
সুন্দরবন জেলা গঠনে সাতক্ষীরার তালা উপজেলার কয়েকটি ইউনিয়ন, দাকোপের কয়েকটি ইউনিয়ন নিয়ে সুন্দরবন জেলার দাবি করছি। যত দিন দাবি পূরণ না হবে তত দিন আমরা এ দাবিতে অটল থাকবো। প্রয়োজনে আন্দোলন করব।