Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

আর্থিক দ্বন্দ্বে হত্যা করা হয় মোহসেনাকে

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

আর্থিক দ্বন্দ্বে হত্যা করা হয় মোহসেনাকে

কক্সবাজারের পেকুয়ার নন্দীরপাড়া গ্রামের মোহসেনা আক্তার (৩৬) হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মো. রিদুয়ান ও তাঁর সহযোগী মো. সুজন। গত বৃহস্পতিবার চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার দেবের আদালতে ১৬৪ ধারায় তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গত বুধবার মো. রিদুয়ান ও মো. সুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব।

আদালতকে দেওয়া জবানবন্দি তাঁরা বলেন, মোহসেনা আক্তার রিদুয়ানের পূর্ব পরিচিত। তাঁদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক ও আর্থিক লেনদেন ছিল। গত মঙ্গলবার মোহসেনাকে টাকা দেওয়ার কথা বলে কক্সবাজার শহর থেকে চকরিয়া ডেকে নেন মো. রিদুয়ান। সেখানে চাচাতো বোনের ছেলে মো. রিদুয়ানসহ মোহসেনার সঙ্গে দেখা করেন তিনি। চকরিয়া পৌরশহর থেকে বন্ধুর বাড়িতে নেওয়ার কথা বলে মোহসেনাকে পেকুয়া উপজেলা সদরে নিয়ে আসেন রিদুয়ান ও সুজন।

জবানবন্দিতে আরও বলেন, পেকুয়া সদর ইউনিয়নের নন্দীরপাড়া এলাকায় গাড়ি থেকে নেমে বন্ধুর বাড়ি যাওয়ার কথা বলে নির্জন বিলে নেওয়া হয় মোহসেনাকে। রাতে তিনজনই সেখানে হাটতে থাকেন। এর আগেই রিদুয়ান সুজনকে নির্দেশ দেন মোহসেনাকে ছুরিকাঘাত করে হত্যা করতে। এ সময় মোহসেনার পেটে সাত বার ছুরিকাঘাত করেন সুজন। মোহসেনা মাটিতে পড়ে গেলে তাঁর হাত ও পায়ের রক্তনালি কেটে দেন তাঁরা।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, মো. রিদুয়ান ও মো. সুজন হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদলতে জবানবন্দি দিয়েছেন। আদালত জবানবন্দি গ্রহণ করে দুজনকে কারাগারে পাঠিয়েছে। তিনি বলেন, ব্যক্তিগত সম্পর্ক ও আর্থিক লেনদেনের দ্বন্দ্বে মোহসেনাকে হত্যা করা হয়।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ