Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সৌদির রাডারে আছেন মদরিচরাও

ক্রীড়া ডেস্ক

সৌদির রাডারে আছেন মদরিচরাও

বিশ্বের সেরা খেলোয়াড়দের বিশাল অঙ্কের চুক্তির প্রস্তাব দিয়ে ইউরোপের ফুটবল বাজারকে হুমকিতে ফেলে দিয়েছে সৌদি আরব। পেট্রো ডলারের বদৌলতে মরুর বুকে ফুটবল বাগান সাজাতে ওঠেপড়ে লেগেছে মধ্যপ্রাচ্যের দেশটি। ইউরোপের শীর্ষ লিগে ক্লাব কিনেই সন্তুষ্ট নয় সৌদির শেখরা, এবার নিজেদের লিগকে নিয়ে যেতে চায় সেরাদের কাতারে। 

ইতিমধ্যে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরে এক মৌসুম কাটিয়ে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। লিগটির আরেক ক্লাব আল-হিলাল টাকার বস্তা নিয়ে বসে আছে পর্তুগিজ উইঙ্গারের চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির জন্য। আল-ইত্তিহাদ থেকে প্রস্তাব পাওয়া করিম বেনজেমা এক মৌসুম বাকি থাকতেই বেরিয়ে গেছেন রিয়াল মাদ্রিদের চুক্তি থেকে। গত পরশু সান্তিয়াগো বার্নাব্যুর সমর্থকদের থেকে বিদায়ও নিয়েছেন ফরাসি ফরোয়ার্ড। 

ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফাব্রিৎসিও রোমানো গতকাল টুইট করে জানিয়েছেন, আল-ইত্তিহাদের সঙ্গে বেনজেমার চুক্তির প্রায় অর্ধেক শেষ। ক্লাবটির সঙ্গে ২০২৫ সালের জুন পর্যন্ত চুক্তি করছেন তিনি। তবে চুক্তিপত্রে আরও মৌসুম বাড়ানোর অপশনও রাখা হচ্ছে। এই প্যাকেজে বছরে ২০০ মিলিয়ন ইউরো করে পাবেন ৩৫ বছর বয়সী তারকা। 

ইউরোপের বিভিন্ন লিগে খেলেন লাতিন, আফ্রিকা, এশিয়াসহ বিভিন্ন মহাদেশের ফুটবলাররা। তবে এবার শীর্ষ তারকাদের এনে যেন নিজ দেশেই ইউরোপিয়ান কলোনি বানাতে চায় সৌদি। রিয়ালের আরেক তারকা মদরিচ ও টটেনহাম ছেড়ে দেওয়া ফরাসি গোলরক্ষক হুগো লরিসের দিকেও চোখ পড়েছে তাদের। 

এএফপি জানিয়েছে, আরও ১০ জনকে নিজেদের রাডারে রেখেছে সৌদি। সেই তালিকায় আছেন সার্জিও রামোস, জর্দি আলবা, সার্জিও বুসকেতস, এনগোলা কান্তে, আনহেল দি মারিয়া ও রবের্তো ফিরমিনো। 

এএফপি তাদের সর্বশেষ খবরে জানিয়েছে, মেসি ও বেনজেমাকে চুক্তিবদ্ধ করার চেষ্টায় প্যারিস ও মাদ্রিদে আছেন সৌদি কর্মকর্তারা। এমনটা হলে, একসঙ্গে এক লিগে চার ব্যালন ডি’অরজয়ীকে দেখা যাবে। তেলসমৃদ্ধ রাজ্যে রোনালদো তো আছেনই, বেনজেমার যাওয়াও প্রায় নিশ্চিত। বাকি থাকেন মেসি ও মদরিচ। 

আগস্টে শুরু হবে সৌদি লিগের নতুন মৌসুম। এএফপিকে এক সুত্র বলেছেন, ‘আকর্ষণীয় চুক্তির পাশাপাশি তাঁরা বেশ প্রতিযোগিতাপূর্ণ এক লিগে খেলবেন। সৌদি ক্লাব লেভেলকে শক্তিশালী ও প্রতিযোগিতাপূর্ণভাবে প্রতিষ্ঠা করতে চায় কর্তৃপক্ষ।’ 

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ